Royal Enfield Scram 440 পেল দারুণ আপডেট, অধিক শক্তিশালী ইঞ্জিন, আরও কত কী…

গোয়াতে শুরু হয়েছে রয়্যাল এনফিল্ডের বার্ষিক বাইক প্রদর্শনী “মোটোভার্স ২০২৪”। উক্ত মঞ্চে আত্মপ্রকাশ করল নতুন ভার্সনের মোটরসাইকেল Royal Enfield Scram 440। এটি আদপে Scram 411-এর…

Royal Enfield Scram 440 breaks cover

গোয়াতে শুরু হয়েছে রয়্যাল এনফিল্ডের বার্ষিক বাইক প্রদর্শনী “মোটোভার্স ২০২৪”। উক্ত মঞ্চে আত্মপ্রকাশ করল নতুন ভার্সনের মোটরসাইকেল Royal Enfield Scram 440। এটি আদপে Scram 411-এর আপগ্রেড ভার্সন। আপডেট হিসাবে এটি পেয়েছে বৃহত্তর ইঞ্জিন, যা আরও বেশি শক্তি উৎপাদনে সক্ষম, নতুন ফিচার এবং নয়া কালার। এই আপডেট থেকে বলা যায়, এবারে ৪১১ সিসি ইঞ্জিনের জমানা শেষ হতে চলেছে।

দেশের জনপ্রিয় এসইউভি’র দাম বাড়ল, এখন খরচ কত বেশি পড়বে দেখুন

   

Royal Enfield Scram 440 খুঁটিনাটি

পূর্বসূরী Scram 411-এর উপর ভিত্তি করে তৈরি Royal Enfield Scram 440-এর চ্যাসিসে কোন পরিবর্তন ঘটানো হয়নি। তবে নতুন এলইডি হেডলাইট এবং ইন্ডিকেটর দেওয়া হয়েছে। আবার বাকটি পাঁচটি নয়া কালার অপশনে অফার করেছে রয়্যাল এনফিল্ড – ফোর্স ব্লু, ফোর্স টিল, ফোর্স গ্রে, ট্রেল গ্রিন এবং ট্রেল ব্লু। এখন বাইকটি অ্যলয় হুইলের সঙ্গে স্পোক হুইলেও বেছে নেওয়া যাবে। সামনে রয়েছে ১৯ এবং পেছনে ১৭ ইঞ্চি হুইলের সঙ্গে ডুয়েল-পারপাস টায়ার। এর সিট হাইট ২০০ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২০০ মিমি।

উল্লেখযোগ্য ফিচার হিসাবে Scram 440-এ দেওয়া হয়েছে একটি টাইপ-এ ইউএসবি চার্জার এবং ডিজিটাল অ্যানালগ ক্লাস্টার, যা পুরনো মডেলটিতেও ছিল। এছাড়া উপস্থিত একটি ট্রিপার পড নেভিগেশন। এটি বিকল্প হিসাবে কেনা যাবে।

ভারতে লঞ্চ হওয়া এই গাড়ির গতি ঘণ্টায় ৩০৫ কিমি, দাম শুনলে চোখ কপালে উঠবে!

চাকায় ঘূর্ণনের শক্তি জোগাতে দেওয়া হয়েছে একটি ৪৪৩ সিসি, এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এটি থেকে ২৫.৪ বিএইচপি শক্তি এবং ৩৪ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সঙ্গে রয়েছে ৬-গতির গিয়ারবক্স।

হার্ডওয়্যার হিসাবে Royal Enfield Scram 440-এ রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং মোনোশক সাসপেনশন। এর সঙ্গে সামনে ও পেছনে যথাক্রমে ১৯০ মিমি ও ১৮০ মিমি ট্রাভেল বর্তমান। ব্রেকিংয়ের জন্য রয়েছে ৩০০ মিমি ফ্রন্ট ও ২৪০ মিমি রিয়ার ডিস্ক ব্রেক। এর সঙ্গে আছে সুইচেবল এবিএস। জ্বালানি ছাড়া বাইকটির ওজন ১৮৭ কেজি, আগের তুলনায় ২ কেজি বেশি। সংস্থা সূত্রে জানানো হয়েছে ২০২৫-এৎ জানুয়ারিতে ভারতের বাজারে পা রাখবে এই বাইক। নতুন আপডেটের কারণে আগের তুলনায় দাম সামান্য বাড়ানো হতে পারে।