ক্রেতাদের উদ্যমে সামান্যতম ভাটা পড়তে দিতে নারাজ রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। আসন্ন ইতালির মিলান খ্যাত EICMA 2024-এ আত্মপ্রকাশ করতে চলেছে তাদের ইলেকট্রিক মোটরসাইকেল। তার আগে ভারতের রাস্তায় নতুন প্রজন্মের Royal Enfield Interceptor 650-এর টেস্টিং চালাতে দেখা গেল। বর্তমান মডেলের তুলনায় এটি অনেকটাই আলাদা। বেশ কয়েক বছর বাদে এবারে গুরুত্বপূর্ণ আপডেট পেতে চলেছে বাইকটি।
ডিজাইনের দিক থেকে নতুন Interceptor 650-এ মডার্ন ক্লাসিক লুক ফুটিয়ে তোলা হয়েছে। এতে রয়েছে গোলাকৃতি এলইডি হেড লাইট, টিয়ার ড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক এবং নতুন রিয়ার ফেন্ডর। এবারের ফুয়েল ট্যাঙ্ক সম্পূর্ণ নতুন এবং এতে ফ্লাশ ফিটিং লিড পরিলক্ষিত হয়েছে। এছাড়া রয়েছে নতুন সার্কুলার এলইডি টেল লাইট এবং টার্ন ইন্ডিকেটর।
Royal Enfield-এর প্রথম ইলেকট্রিক বাইক কেমন হবে, লঞ্চের আগেই ছবি ফাঁস
নতুন Royal Enfield Interceptor 650-কে বাজার চলতি মডেলের মতই ক্র্যাডেল ফ্রেমের ওপর ভর করে চলতে দেখা গিয়েছে। কিন্তু এতে নতুন টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক দেওয়া হয়েছে যা বর্তমান মডেলের তুলনায় বৃহত্তর। এছাড়া উপস্থিত নতুন টুইন শক অ্যাবজর্বার। এটি প্রিলোড অ্যাডজাস্টেবল প্রযুক্তি যুক্ত হতে পারে। টেস্টিং মডেলে টিউবলেস টায়ার সহ অ্যালয় হুইলের দেখা মিলেছে।
‘বুস্ট মোড’ বাড়তি শক্তি জোগাবে, লঞ্চ হল TVS Raider iGo, দাম কত?
2025 Interceptor 650-এ ব্রেকিংয়ের জন্য সামনে সিঙ্গেল ডিস্ক এবং পেছনে Bybre ব্রেক ক্যালিপার সহ দুটি ডিস্ক ব্রেক। বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে নতুন সিঙ্গেল পড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। যেখানে বর্তমান মডেলে উপস্থিত টুইন পড অ্যানালগ ক্লাস্টার। তবে Royal Enfield Interceptor 650-এর নতুন মডেলেও পূর্বের ৬৪৮ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন দেওয়া হয়েছে। এটি থেকে সর্বোচ্চ ৪৭ বি এইচ পি শক্তি এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন হবে। ৬-গতির গিয়ারে ছুটবে বাইকটি। নয়া মডেলের বাজার মূল্য ৩.১০ লক্ষ থেকে ৩.২০ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হতে পারে।