দীর্ঘ প্রতিক্ষার আবসান ঘটিয়ে অবশেষে ভারতে উন্মোচিত হল রয়্যাল এনফিল্ডের নতুন ৩৫০ সিসি ববার বাইক। যার নাম – Royal Enfield Goan Classic 350। এটি সংস্থার সর্বাধিক বিক্রিত ও জনপ্রিয় মোটরসাইকেল Classic 350-এর উপর ভিত্তি করে তৈরি। স্টাইলের প্রতি গভীর ভালোবাসা রয়েছে এমন ক্রেতাদের কথা বিবেচনা করেই এই নতুন মডেলটি বাজারে আনছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)।
ভারতে পা রাখল অস্ট্রিয়ার সংস্থা, লঞ্চ করল চারটি দেশীয় প্রযুক্তির বাইক
বাইকটির বিশেষত্ব এতে কেবলমাত্র একটি সিট রয়েছে। অর্থাৎ চালক ছাড়া পেছনে কোন যাত্রী সওয়ার করতে পারবনে না। যারা একা পথ চলতে পছন্দ করেন, তাদের জন্য এটি আদর্শ। সংস্থা সূত্রে জানা গিয়েছে, আগামী ২৩ নভেম্বর থেকে Royal Enfield Goan Classic 350-এর বিক্রি শুরু হচ্ছে। এটি সংস্থার চতুর্থ বাইক, যা J-সিরিজ প্ল্যাটফর্মে তৈরি হয়েছে।
Royal Enfield Goan Classic 350 : ডিজাইন
ডিজাইনের প্রসঙ্গে বললে, গোয়ান ক্লাসিক ৩৫০-এ দেওয়া ভিন্ন স্টাইলের হ্যান্ডেলবার, নতুন কালার গ্রাফিক্স, একটি চপড এগজস্ট এবং অল-এলইডি লাইটিং। তাৎপর্যপূর্ণ বিষয়, J-সিরিজ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসা এই প্রথম কোন মোটরবাইকে টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। এতি রয়েছে হোয়াইট ওয়াল টায়ার। চারটি নয়া কালার অপশনে এই বাইক বেছে নেওয়া যাবে।
30,000 টাকা বেশি মূল্যে লঞ্চ হল নতুন Kawasaki Ninja ZX-4R, এখন কেনার খরচ কত?
এই বাইকে কেবলমাত্র চালকের সিট উপলব্ধ রয়েছে শুনে যারা হতাশ হয়েছিলেন, তাদের জন্য জানিয়ে রাখি, এতে স্ট্যান্ডার্ড ফিচার হিসাবে পিলিয়ন অর্থাৎ পেছনে যাত্রীর সিটও থাকছে। তবে কেউ চাইলে এটি খুলেও রাখতে পারবেন। বাইকটির সিটের উচ্চতা ১,২০০ মিমি এবং হুইলবেস ১,৪০০ মিমি।
Royal Enfield Goan Classic 350 : ইঞ্জিন
Goan Classic 350-এ শক্তির উৎস হিসাবে দেওয়া হয়েছে একটি ৩৪৮ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-কুল্ড মোটর। এটি থেকে সর্বোচ্চ ২০.৭ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরকে সঙ্গ দিতে রয়েছে ৫-স্পিড গিয়ারবক্স। হার্ডওয়্যার বৈশিষ্ট্যের মধ্যে সামনে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, টুইন শক রিয়ার ব্রেক এবং ক্র্যাডেল ফ্রেম। আবার ডুয়েল চ্যানেল এবিএস সহ এতে উপস্থিত ByBre প্রযুক্তির ব্রেক।
Royal Enfield Goan Classic 350 : দাম
চলতি মাসের ২৩ তারিখ মোটোভার্স ২০২৪-এর মঞ্চে লঞ্চ হবে Royal Enfield Goan Classic 350। এটি রয়্যাল এনফিল্ডের বার্ষিক মোটরসাইকেল ও মিউজিক উৎসব। সে সময়ই এর দাম ঘোষণা করবে সংস্থা।