ববার বাইকের বাজারে আলোড়ন জাগাতে রয়্যাল এনফিন্ড লঞ্চ করল নতুন মোটরসাইকেল। কথা মতোই শনিবার গোয়াতে অনুষ্ঠিত মোটোভার্স ২০২৪-এর মঞ্চে পা রেখেছে Royal Enfield Goan Classic 350। এই ববার বাইকটির দাম রাখা হয়েছে ২.৩৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ববার বাইকের বৈশিষ্ট্য মেনে এতে রয়েছে কেবল চালকের বসার সিট। Classic 350-এর ভিত্তি করেই তৈরি করা হয়েছে Royal Enfield Goan Classic 350।
KTM 790 Adventure এল নতুন অবতারে, পেয়েছে আগের চেয়ে আরও ভালো সাসপেনশন
Royal Enfield Goan Classic 350: ডিজাইন
Goan Classic 350 ববার বাইকটি রয়্যাল এনফিল্ডের পঞ্চম মডেল, যা সংস্থার J-সিরিজ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে এসেছে। ক্লাসিক ৩৫০-এর উপর ভিত্তি করে এলেও ডিজাইনগত দিক থেকে এর সঙ্গে বহুল ফারাক রয়েছে। যার মধ্যে ১০০ মিমি লম্বা এপ হ্যান্ডেলবার, চপ ফেন্ডার, ডিটাচেবল পিলিয়ন সিট এবং সামনে ১৯ ও পেছেনে ১৬ ইঞ্চি টিউবলেস স্পোক হুইল সহ হোয়াইট ওয়াল টায়ার। জানিয়ে রাখি, এই মুহূর্তে ভারতের বাজারে এটি হচ্ছে টিউবলেস স্পোক হুইলের সবচেয়ে সস্তার বাইক।
ক্লাসিক ৩৫০-এর টপ মডেলের উপর ভিত্তি করে আসা Goan Classic 350-এ রয়েছে অল-এলইডি লাইটিং। এছাড়া রয়েছে অ্যাডজাস্টেবল ব্রেক, ক্লাচ লিভার, একটি ডিজিটাল গজ, গিয়ার ইন্ডিকেটর এবং টু ট্রিপ মিটার। মডোলটি চারটি কালার অপশনে বেছে নেওয়া যাবে – রেভ রেড, ট্রিপ টিল, পারপেল হেজ এবং শ্যাক ব্ল্যাক।
Royal Enfield Scram 440 পেল দারুণ আপডেট, অধিক শক্তিশালী ইঞ্জিন, আরও কত কী…
Royal Enfield Goan Classic 350: ফিচার্স
উল্লেখযোগ্য ফিচার্স হিসাবে RE Goan Classic 350-এ উপস্থিত একটি এলইডি ইলুমিনেশন, একটি ডিজিটাল অ্যানালগ কনসোল, যেখানে স্পিডোমিটার, ট্রিপমিটার, ওডোমিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর ভেসে উঠবে। বাজারে বাইকটির প্রতিপক্ষ হিসাবে রয়েছে Jawa 42 Bobber এবং Jawa Perak।
Royal Enfield Goan Classic 350: ইঞ্জিন ও পারফরম্যান্স
Royal Enfield Goan Classic 350-এ শক্তির উৎস হিসাবে উপস্থিত একটি ৩৪৯ সিসি, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ২০.২ বিএইচপি পাওয়ার এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সঙ্গে সংযুক্ত রয়েছে ৫- স্পিড গিয়ারবক্স। সামনে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন শক সাসপেনশন। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস সহ ByBre ব্রেক।