রয়্যাল এনফিল্ড (Royal Enfield) ইলেকট্রিক মোটরসাইকেলের বাজারে হাজির হওয়া আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আসন্ন ইতালির মিলান খ্যাত EICMA 2024-এ আত্মপ্রকাশ করবে মডেলটি। তার আগে জোরকদমে চলছে এর টেস্টিং। তার ছবি ফাঁস হয়েছে অনলাইনে। বার্সেলোনার রাস্তায় বাইকটির মহড়া চালাতে দেখা গিয়েছে। টিজার ভিডিও দেখে অনুমান করা হচ্ছে, আসন্ন বাইকটি সংস্থার ‘কিংবদন্তি’ মোটরবাইক Flying Flea-এর থেকে অনুপ্রাণিত হয়ে আসছে। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
স্পাই ছবিতে দেখা গেছে Flea-এর মত Royal Enfield-এর আসন্ন ইলেকট্রিক ভাইকে কেবলমাত্র চালকের বসার জন্য সিট রয়েছে। এটি একটি স্লিম এবং কম্প্যাক্ট কাঠামোর মডেল। সোলো রাইডিংয়ের ক্ষেত্রে একটি আদর্শ। যদিও পেছনের যাত্রীর বসার জন্য পিলিয়ন সিট বিকল্পের তালিকায় থাকবে বলেই অনুমান।
‘বুস্ট মোড’ বাড়তি শক্তি জোগাবে, লঞ্চ হল TVS Raider iGo, দাম কত?
Royal Enfield তাদের এই বাইক হালকা ওজনের উপাদান দ্বারা নির্মাণ করেছে বলে জানিয়েছে। যেমন চ্যাসিস ও অন্যান্য সাইকেল পার্টস নির্মাণে অ্যালুমিনিয়াম অ্যালয় ব্যবহার করা হয়েছে। প্রোটোটাইপ পর্যায়ে থাকা অবস্থাতেই বাইকটির বেশ কিছু যন্ত্রাংশ উন্মুক্ত অবস্থায় দেখা মিলেছিল। যেমন তার, কন্ট্রোল মডিউল, ক্রোম সাইড মিরর, রাউন্ড হেড ল্যাম্প এবং সুইচ গিয়ার।
ক্রেতা আকৃষ্ট করতে কালীপুজোর আগে লঞ্চ হল Maruti Suzuki Swift-এর Blitz Edition
সরু টায়ারের সঙ্গে রয়েছে অ্যালয় হুইল। রয়্যাল এনফিল্ডের আসন্ন ইলেকট্রিক বাইক শহরাঞ্চলের মধ্যেই চলাচলের জন্য আনা হচ্ছে বলে ধারণা। ফুল চার্জে ১৫০-১৮০ কিলোমিটার রেঞ্জ যাতে দিতে পারে সেরকম ক্ষমতার ব্যাটারি প্রদান করা হবে এই বাইকে। অনুমান করা হচ্ছে, Flying Flea নামেই হাজির হবে এই বাইক।