রয়েছে বিশাল ফুয়েল ট্যাঙ্ক ও শক্তিশালী ইঞ্জিন, আত্মপ্রকাশ করল Royal Enfield Classic 650

Royal Enfield Classic 650 will launch soon

শুরু হয়েছে EICMA 2024। ইতালির মিলানে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এই বাইক প্রদর্শনী। যাকে ঘিরে বর্তমানে অসংখ্য অনুরাগীর মেতে রয়েছে। কারণ একের পর এক আকর্ষণীয় মডেল হাজির করছে বিভিন্ন কোম্পানি। যার মধ্যে রয়েছে ‘দোর্দণ্ডপ্রতাপ’ বাইক সংস্থা রয়্যাল এনফিল্ডের (Royal Enfield) নাম। তারা এবারে জনপ্রিয় বাইক Classic 350-এর ‘বড় ভাইয়ের’ উপর থেকে পর্দা সরাল। এটি হচ্ছে – Royal Enfield Classic 650। 

Advertisements

Hero আনছে শক্তিশালী 250cc বাইক, থাকছে আধুনিক ডিজাইন ও শক্তিশালী ইঞ্জিন

বাইকটি সংস্থার Super Meteor 650 এবং Shotgun 650-এর উপর ভিত্তি করে এসেছে। মডার্ন রেট্রো এই বাইক চারটি আকর্ষণীয় কালারে বেছে নেওয়া যাবে। এগুলি হল – টিল, ভ্যালাম রেড, ব্রাংটিংথোর্প ব্লু এবং ব্ল্যাক ক্রোম। আগামী কয়েক সপ্তাহ বাদে ভারতের বাজারে লঞ্চ করবে Royal Enfield Classic 650।

মোটরসাইকেলটি দেখতে অবিকল ক্লাসিক ৩৫০-এর ন্যায়। তবে এটি আরও অধিক কার্যকর। এতে রয়েছে একটি ছোট বিক, টাইগার ল্যাম্প, টিয়ারড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক এবং গোলাকৃতি ফেন্ডার। এতে উপস্থিত ক্লাসিক ৩৫০-এর তুলনায় সামান্য বড় ফুয়েল ট্যাঙ্ক। ফিচারের প্রসঙ্গে বললে, এতে দেওয়া হয়েছে একটি ট্রিপার নেভিগেশন সহ একটি সেমি ডিজিটাল কনসোল, যা ক্লাসিক ৩৫০-তেও আছে। এছাড়া রয়েছে একটি ইউএসবি চার্জিং পোর্ট, ফুল এলইডি লাইটিং, অ্যাডজাস্টেবল লিভার এবং ডুয়েল চ্যানেল এবিএস।

Advertisements

রয়্যাল এনফিল্ড আনল প্রথম ইলেকট্রিক বাইক, ডিজাইন মন জিতে নেবে

SM650 এবং Shotgun-এর একই চ্যাসিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে Royal Enfield Classic 650। সামনে ও পেছনে রয়েছে যথাক্রমে ১৯ ও ১৮ ইঞ্চি স্পোক হুইল, ৪৩ মিমি শোয়া টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও রিয়ার স্প্রিং। এই সাসপেনশন শটগান-এই ব্যবহার করা হয়েছে। শক্তির উৎস হিসাবে রয়েছে একটি ৬৪৮ সিসি, প্যারালাল-টুইন ইঞ্জিন। ৬-গতির গিয়ার সহ এই ইঞ্জিনে রয়েছে একটি স্লিপার ক্লাচ। এটি থেকে ৪৬.৩ বিএইচপি শক্তি এবং ৫২.৩ এনএম টর্ক উৎপন্ন হবে।