রেট্রো বাইকের বাজারে আলেড়ন ফেলতে আসছে ক্লাসিক ৬৫০, কতটা শক্তিশালী?

রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০ (Royal Enfield Classic 650) আসছে। শুনে চমকে গেলেন নিশ্চয়ই? তা অবশ্য় চমকে যাওয়ারই কথা। এতদিন বাজার কাঁপিয়ে এসেছে ৩৫০ সিসির Classic…

royal-enfield-classic-650

রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০ (Royal Enfield Classic 650) আসছে। শুনে চমকে গেলেন নিশ্চয়ই? তা অবশ্য় চমকে যাওয়ারই কথা। এতদিন বাজার কাঁপিয়ে এসেছে ৩৫০ সিসির Classic 350। কিন্তু এবারে এর বড় ভাইকে ৬৫০ সিসি ইঞ্জিন সহ আনতে চলেছে সংস্থা। সম্প্রতি একেবারে উন্মুক্ত অবস্থায় ধরা দিয়েছে বাইকটি। সামনেই এর অফিসিয়াল লঞ্চ। তার আগে মোটরসাইকেলটির টেস্টিং চালাতে দেখা গেল। চলুন এর সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Classic 650 ডিজাইনের দিক থেকে Classic 350-এর প্রায় কাছাকাছি। এতেও দেওয়া হয়েছে একটি গোলাকৃতি হেডলাইট, টিয়ারড্রপ আকৃতির ফুয়েল ট্য়াঙ্ক, কার্ভড ফেন্ডার এবং ট্রায়াঙ্গুলার সাইড প্য়ানেল। তাই বলা যায় এই বাইকটিরও দারুণ রোড-প্রেজেন্স থাকবে। 

   

দর্শন পাওয়া মডেলটি মেরুন ও ক্রিম কালারের। ডুয়েল টোন কালারের Royal Enfield Classic 650-এর ফুয়েল ট্য়াঙ্কে রয়েছে ক্রোম ফিনিশ। এছাড়া রয়েছে টিউবুলার স্টিল ফ্রেম, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, প্রিলোড অ্যাডজাস্টেবল সহ টুইন শক অ্য়াবজর্বার, টিউব টায়ার সহ ওয়্য়ার স্পোক রিম। আবার এতে টিউবলেস টায়ার অফার করা হতে পারে। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে সামনে ও পেছনে রিয়ার ডিস্ক ব্রেক। 

ঘণ্টায় গতিবেগ 265 কিলোমিটার, বাজার তোলপাড় করতে দুর্ধর্ষ ই-বাইক আনছে আলট্রাভায়োলেট

এগিয়ে চলার শক্তি জোগাতে দেওয়া হচ্ছে একটি ৬৪৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুল্ড, প্য়ারালাল টুইন ইঞ্জিন। এটি থেকে ৪৭ বিএইচপি শক্তি এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন হয়। রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০-এ (Royal Enfield Classic 650) উল্লেখযোগ্য় ফিচার হিসেবে দেওয়া হয়েছে এলইডি হেডলাইট, টেল লাইট, গিয়ার পজিশন ইন্ডিকেটর এবং ট্রিপার নেভিগেশন। শীঘ্রই এটি দেশের বাজারে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে।