Royal Enfield Classic 650 আগামী মাসে লঞ্চ করবে, থাকছে এই বিশেষ ক্ষমতার ইঞ্জিন

একথা প্রায় সকলেই জানেন, Classic 350 রেট্রো বাইক দীর্ঘদিন ধরেই রয়্যাল এনফিল্ডের (Royal Enfield) সবথেকে বিক্রিত মডেলের তকমা ধরে রেখেছে। যেমন ডিজাইন, তেমন পারফরম্যান্স। এক…

royal-enfield-classic-650 will reveal on november

একথা প্রায় সকলেই জানেন, Classic 350 রেট্রো বাইক দীর্ঘদিন ধরেই রয়্যাল এনফিল্ডের (Royal Enfield) সবথেকে বিক্রিত মডেলের তকমা ধরে রেখেছে। যেমন ডিজাইন, তেমন পারফরম্যান্স। এক কথায় বহু ক্রেতা স্বপ্নের মোটরসাইকেল হয়ে উঠেছে এটি। মডেলটির সাফল্য রয়্যাল এনফিল্ডকে ব্যবসায় বিস্তার ঘটাতে অনুপ্রাণিত করছে। ফলে আরও বড় ইঞ্জিনের ক্লাসিক আনছে সংস্থা। এর আগে একাধিক বার রাস্তায় দেখা গিয়েছে। সম্প্রতি রিপোর্টে দাবি করা হয়েছে, Royal Enfield Classic 650 সামনের মাস অর্থাৎ নভেম্বরেই ভারতের বাজারে পা রাখবে। 

উল্লেখ্য, Classic 650 ডিজাইনের দিক থেকে Classic 350-এর প্রায় কাছাকাছি। এতেও দেওয়া হয়েছে একটি গোলাকৃতি হেডলাইট, টিয়ারড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, কার্ভড ফেন্ডার এবং ট্রায়াঙ্গুলার সাইড প্যানেল। তাই বলা যায়, এই বাইকটিরও দারুণ রোড-প্রেজেন্স থাকবে।

   

দর্শন পাওয়া মডেলটি মেরুন ও ক্রিম কালারের। ডুয়েল টোন কালারের Royal Enfield Classic 650-এর ফুয়েল ট্যাঙ্কে রয়েছে ক্রোম ফিনিশ। এছাড়া রয়েছে টিউবুলার স্টিল ফ্রেম, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, প্রিলোড অ্যাডজাস্টেবল সহ টুইন শক অ্যাবজর্বার, টিউব টায়ার সহ ওয়্যার স্পোক রিম। আবার এতে টিউবলেস টায়ার অফার করা হতে পারে। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে সামনে ও পেছনে রিয়ার ডিস্ক ব্রেক। 

কাওয়াসাকি লঞ্চ করল ‘দুর্ধর্ষ’ ক্রুজার বাইক, সবটা জানলে কিনতে চাইবেন আপনিও

এগিয়ে চলার শক্তি জোগাতে দেওয়া হচ্ছে একটি ৬৪৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুল্ড, প্যারালাল টুইন ইঞ্জিন। এটি থেকে ৪৭ বিএইচপি শক্তি এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন হয়। রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০-এ (Royal Enfield Classic 650) উল্লেখযোগ্য ফিচার হিসেবে দেওয়া হয়েছে এলইডি হেডলাইট, টেল লাইট, গিয়ার পজিশন ইন্ডিকেটর এবং ট্রিপার নেভিগেশন। শীঘ্রই এটি দেশের বাজারে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে।