নতুন Royal Enfield Classic 350 ‘ফ্যাক্টরি কাস্টম প্রোগ্রাম’ সহ লঞ্চ হল, কী সুবিধা মিলবে এতে?

গতকাল অর্থাৎ ৩১ অগস্ট ভারতের রেট্রো মোটরসাইকেলের বাজারে লঞ্চ করেছে নতুন প্রজন্মের রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ (Royal Enfield Classic 350)। এদেশে বাইকটির দাম ১.৯৯ লক্ষ…

Royal-Enfield-Classic-350

গতকাল অর্থাৎ ৩১ অগস্ট ভারতের রেট্রো মোটরসাইকেলের বাজারে লঞ্চ করেছে নতুন প্রজন্মের রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ (Royal Enfield Classic 350)। এদেশে বাইকটির দাম ১.৯৯ লক্ষ টাকা থেকে ২.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। আপডেট হিসেবে পেয়েছে নতুন কালার অপশন। তবে এর কারিগরি ক্ষেত্রে কোন পরিবর্তন ঘটানো হয়নি। আকর্ষণের বিষয় হচ্ছে, এটি ‘রয়্যাল এনফিল্ড ফ্যাক্টরি কাস্টম প্রোগ্রাম’ সহ কেনা যাবে। এটি কী বুঝতে পারলেন না তো? চলুন তবে দেখে নেওয়া যাক।

জানিয়ে রাখি, একাধিক রঙের বিকল্প সহ হাজির হয়েছে নতুন ক্লাসিক ৩৫০। যথা – এমেরাল্ড, যোধপুর ব্লু, কমান্ডো স্যান্ড, মাদ্রাজ রেড, মেডেলিয়ন ব্রোঞ্জ, স্যান্ড গ্রে এবং স্টিলথ ব্ল্যাক। আবার পাঁচটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে। এগুলি হল – হেরিটেজ, হেরিটেজ প্রিমিয়াম, সিগন্যাল, ডার্ক ও ক্রোম।

   

‘রয়্যাল এনফিল্ড ফ্যাক্টরি কাস্টম’ কী?

নতুন লঞ্চ হওয়া রয়্যাল এনফিল্ড ফ্যাক্টরি কাস্টম প্রোগ্রাম, গ্রাহকদের সরাসরি কারখানা থেকে নিজেদের মনের মত করে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ (Royal Enfield Classic 350) সাজিয়ে নেওয়ার সুযোগ দেবে। যেমন খুশি কাস্টম মডিফিকেশন করিয়ে নেওয়া যাবে। আবার এগুলি হবে রোড-লিগাল, অর্থাৎ বাইকে পরিবর্তন ঘটানো সত্ত্বেও রাস্তায় চলাচলের জন্য আইনিভাবে বৈধ থাকবে। বলার অপেক্ষা রাখে না যে, এই প্রোগ্রাম বহু ক্রেতার কাস্টমাইজেশন সংক্রান্ত উদ্বেগ দূর করবে। সবচেয়ে বড় বিষয়, গ্রাহকরা নিজের মত কালার বাছাই করা ছাড়াও স্পেশাল ডেকাল ও সামঞ্জস্যপূর্ণ ফ্রেম ফিনিশ করাতে পারবেন। 

লঞ্চের কয়েক ঘণ্টার মধ্যেই বিশেষ ঘোষণা সংস্থার, রইল Royal Enfield Classic 350-র চার হাইলাইট

এই প্রোগ্রামের উদ্দেশ্য, কারখানা থেকে এমন একটি মোটরসাইকেল সরবরাহ করা, যা প্রতিটি গ্রাহকের ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দেবে। উপরন্তু, হরেক রকম সিট অপশন, সেলাইয়ের রঙ এবং ‘রয়্যাল এনফিল্ড’ (Royal Enfield) ব্র্যান্ডিংয়ের বিকল্প উপলব্ধ থাকছে এতে। ব্র্যান্ডের ডিজাইন বিশেষজ্ঞরা গ্রাহকদের নিজের পছন্দ ফুটিয়ে তুলতে এবং সবচেয়ে কার্যকর কাস্টমাইজেশনের ধারণা বাস্তবায়ন করতে সহযোগিতা করবেন।