রেঞ্জ আরও বেশি, নতুন কালার ও একগুচ্ছ ফিচার সহ লঞ্চ হল Revolt RV400

দু’দিন আগে ভারতের বাজারে লঞ্চ হয়েছে Revolt RV1। জানিয়ে রাখি, এই ইলেকট্রিক বাইকটি এদেশে রিভল্টের সবচেয়ে সস্তার মডেল। তবে নতুন বাইক লঞ্চ করে ক্ষান্ত থাকেনি…

2024-Revolt-RV400-launch

দু’দিন আগে ভারতের বাজারে লঞ্চ হয়েছে Revolt RV1। জানিয়ে রাখি, এই ইলেকট্রিক বাইকটি এদেশে রিভল্টের সবচেয়ে সস্তার মডেল। তবে নতুন বাইক লঞ্চ করে ক্ষান্ত থাকেনি সংস্থা। তাদের ফ্ল্যাগশিপ ই-বাইক RV400-র নয়া ভার্সন বাজারে আনল। এতে আপডেট হিসেবে দেওয়া হয়েছে একাধিক নতুন ফিচার। আবার ব্যাটারি আগের চাইতে আরও বেশি রেঞ্জ প্রদান করবে। নতুন প্রজন্মের রিভল্ট আরভি৪০০-এর (Revolt RV400) দাম রাখা হয়েছে ১.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

2024 Revolt RV400: নতুন কালার এবং ফিচার

   

নতুন সংস্করণের RV400-এর ডিজাইনে কোনরকম পরিবর্তন ঘটানো না হলেও এতে নয়া কালার অপশন যোগ করা হয়েছে – লুনার গ্রীন পেইন্ট স্কিম। এতে দেওয়া হয়েছে নয়া লেগ গার্ড ও সেন্টার স্ট্যান্ড। রিভার্স মোড সহ বাজারে এসেছে বাইকটি। আবার দেওয়া হয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি সহ নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।

2024 Revolt RV400: আগের চাইতে আরও বেশি রেঞ্জ

নতুন রিভল্ট আরভি৪০০ ফুল চার্জে ১৬০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে দাবি করা হয়েছে। যেখানে আগে ১৫০ কিমি রেঞ্জ দিত। প্রতি ঘণ্টায় এই বাইক ৮৫ কিলোমিটার গতিবেগ তুলতে পারবে। এতে উপস্থিত একটি ৩.২৪ কিলোওয়াট ব্যাটারি এবং ফাস্ট চার্জার। যা ৯০ মিনিটে ব্যাটারি ফুল চার্জ করে দেবে। আবার একটি এসি চার্জারে ৮০ শতাংশ চার্জ হতে ৩ ঘণ্টা ৩০ মিনিট সময় লাগবে। 

160 কিমি রেঞ্জের নতুন ইলেকট্রিক বাইক লঞ্চ করল রিভল্ট, দাম 84,990 টাকা

2024 Revolt RV400: স্পেসিফিকেশন

রিভল্ট আরভি৪০০-এর (Revolt RV400) আগের মতই একটি ৪.১ কিলোওয়াট মিড ড্রাইভ মোটরে ছুটবে। সাসপেনশন হিসেবে এতে দেওয়া হয়েছে ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং মোনোশক রিয়ার ইউনিট। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে রয়েছে ২৪০ মিমি ডিস্ক ব্রেক। ১৭ ইঞ্চি অ্যালয় হুইলে ছুটবে এই বাইক। এর ওজন ১০৮ কেজি। একটি পোর্টেবল চার্জার অফার করা হয়েছে এতে।