Revolt RV BlazeX ইলেকট্রিক বাইক লঞ্চ হল ভারতে, রেঞ্জ 150 কিমি

রিভল্ট মোটরস (Revolt Motors) ভারতীয় বাজারে তাদের নতুন বৈদ্যুতিক কমিউটার মোটরসাইকেল লঞ্চ করল। এটির নাম – Revolt RV BlazeX। এই ইলেকট্রিক বাইকের এক্স-শোরুম দাম রাখা…

Revolt RV BlazeX launched

short-samachar

রিভল্ট মোটরস (Revolt Motors) ভারতীয় বাজারে তাদের নতুন বৈদ্যুতিক কমিউটার মোটরসাইকেল লঞ্চ করল। এটির নাম – Revolt RV BlazeX। এই ইলেকট্রিক বাইকের এক্স-শোরুম দাম রাখা হয়েছে 1.14 লাখ টাকা। কোম্পানির দাবি, এটি ভালো পারফরম্যান্স দেওয়ার পাশাপাশি আধুনিক ফিচার দ্বারা সমৃদ্ধ একটি ই-বাইক।

   

Revolt RV BlazeX মোটর এবং ব্যাটারি

RV BlazeX-এ ৪ কিলোওয়াট ক্ষমতার ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে, যা ৩.২৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারির সাহায্যে চালিত। একবার সম্পূর্ণ চার্জে এটি ১৫০ কিমি পর্যন্ত চলতে পারে এবং সর্বোচ্চ গতি ৮৫ কিমি/ঘণ্টা পর্যন্ত উঠতে পারে বলে কোম্পানির দাবি। চার্জিং টাইমের কথা বললে, ফাস্ট চার্জারে মাত্র ৮০ মিনিটে এটি ০-৮০% পর্যন্ত চার্জ হয়ে যায়। তবে, সাধারণ হোম চার্জার ব্যবহার করলে পুরো চার্জ হতে ৩ ঘণ্টা ৩০ মিনিট সময় লাগবে।

অত্যাধুনিক ফিচার ও ডিজাইন

এই ই-বাইকে এলইডি লাইটিং, ৬ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, স্মার্টফোন কানেক্টিভিটি এবং OTA আপডেটের সুবিধা রয়েছে। এছাড়া, সিটের নিচে চার্জিং কম্পার্টমেন্ট এবং স্টোরেজ স্পেস দেওয়া হয়েছে, যা একে আরও ব্যবহার উপযোগী করে তুলেছে। RV BlazeX-এর ডিজাইন আধুনিক কমিউটার বাইকের মতোই রাখা হয়েছে। এতে গোলাকৃতি LED হেডলাইট, আকর্ষণীয় ‘ফুয়েল ট্যাঙ্ক’ ডিজাইন, লম্বা সিট ও স্পোর্টি টেইল সেকশন রয়েছে। রিভল্ট এই বাইকটি স্টেরলিং সিলভার ব্ল্যাক এবং Sterling Silver Black এবং Eclipse Red Black – দুটি রঙের অপশনে এনেছে।

বাইকের হার্ডওয়্যারেও ভালো আপগ্রেড এসেছে। এতে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন শক অ্যাবজর্বার রয়েছে, যা আরামের সঙ্গে রাইডিং অভিজ্ঞতা দেবে। ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, যা সেফটির দিক থেকেও ভালো।

রিভল্ট ইতিমধ্যেই এই বাইকের বুকিং গ্রহণ শুরু করেছে এবং যারা আগেভাগে বুকিং করবেন, তারা ১ মার্চ ২০২৫ থেকে ডেলিভারি পেতে শুরু করবেন। ইলেকট্রিক বাইকের ক্রমবর্ধমান চাহিদার মধ্যে Revolt RV BlazeX গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প হতে চলেছে।