ইলেকট্রিক স্কুটারকে টেক্কা দিতে আসছে নতুন ই-বাইক, রেঞ্জ হবে 150 কিমি’র বেশি

ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চের ক্ষেত্রে ইদানিং বেশ কিছু ভারতীয় সংস্থা যারপরনাই তৎপরতা দেখাচ্ছে। যার মধ্যে অন্যতম রিভল্ট মোটরস (Revolt Motors)। আগামী ১৭ সেপ্টেম্বর সংস্থা একটি নতুন…

Revolt-Motors

ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চের ক্ষেত্রে ইদানিং বেশ কিছু ভারতীয় সংস্থা যারপরনাই তৎপরতা দেখাচ্ছে। যার মধ্যে অন্যতম রিভল্ট মোটরস (Revolt Motors)। আগামী ১৭ সেপ্টেম্বর সংস্থা একটি নতুন মডেল লঞ্চ করতে চলেছে। যদিও এখনও পর্যন্ত রিভল্ট এ বিষয়ে একটি বাক্যও ব্যয় করেনি।

জানিয়ে রাখি, বেশ কিছুদিন হয়ে গেল রিভল্ট ভারতে নতুন কোন মোটরসাইকেল লঞ্চ করেনি। তাই এবারে নতুন ই-বাইক আনার প্রসঙ্গ নিয়ে জল্পনা জোরদার হয়েছে। উল্লেখ্য, বর্তমানে এদেশে RV400 ও RV400 BRZ মডেল দুটি বিক্রি করে রিভল্ট। প্রথমটি হচ্ছে সংস্থার টপ মডেল, যা একটি ৩ কিলোওয়ার আওয়ার ব্যাটারি সহ এসেছে। এর রেঞ্জ ১৫০ কিলোমিটার।

   

রিপোর্টে দাবি করা হয়েছে, রিভল্টের আসন্ন ই-বাইকে থাকছে আরও বড় ব্যাটারি এবং শক্তিশালী মোটর। ফলে রেঞ্জ বৃদ্ধির পাশাপাশি আরও ভালো পারফরম্যান্স মিলবে। তবে এতে RV400-এর মত রিমুভেবল নাকি ফিক্সড ব্যাটারি দেওয়া হবে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

কার্বন ফাইবার প্যাটার্ন সহ লঞ্চ হল Yamaha R15M, দেখলে নজর ফেরান মুশকিল

প্রসঙ্গত, ইলেকট্রিক মোটরসাইকেলের বাজার দিনদিন জনপ্রিয় হচ্ছে। ইলেকট্রিক স্কুটারের সঙ্গে বাজারে এর সম্ভার পাল্লা দিয়ে বাড়ছে। আগামীতে যে আরও বেশি সংখ্যায় ই-বাইক লঞ্চ হবে, তা নিশ্চিতভাবে বলা যায়। রিভল্টের (Revolt Motors) মডেল দুটির পাশাপাশি বাজারে এখন জনপ্রিয় ই-বাইক হিসেবে রয়েছে Ultraviolette F77 Mach 2 ও Oben Rorr।