HomeBusinessAutomobile Newsআর কয়েক ঘণ্টার অপেক্ষা, বাজার তুলকালাম করতে জম্পেশ ই-বাইক আনছে রিভল্ট

আর কয়েক ঘণ্টার অপেক্ষা, বাজার তুলকালাম করতে জম্পেশ ই-বাইক আনছে রিভল্ট

- Advertisement -

রাত পোহালেই অর্থাৎ আগামীকাল ভারতের বাজারে লঞ্চ হচ্ছে রিভল্ট-এর (Revolt) নতুন ইলেকট্রিক মোটরসাইকেল Revolt AW1। কিন্তু তার একদিন আগেই বাইকটির যাবতীয় তথ্য সামনে এল। চলুন আর কথা না বাড়িয়ে সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

ফাঁস হওয়া নথি থেকে জানা গেছে, রিভল্টের আসন্ন ই-বাইকটি RV400 রেঞ্জের থেকে ভিন্ন। এটি বাজারে Revolt AW1 নামে হাজির হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এতে থাকবে ব্র্যান্ড নিউ ডিজাইন এবং বডিওয়ার্ক। ফাঁস নথিতে উল্লেখ রয়েছে, চেইন ড্রাইভ সিস্টেম, দীর্ঘতর সিট ও রিভার্স মোড সহ আসছে বাইকটি।

   

Revolt AW1-তে থাকছে একটি ২ কিলোওয়াট মোটর। আবার দু’ধরণের ব্যাটারি অপশনে বেছে নেওয়া যাবে – ২.২ কিলোওয়ট আওয়ার এবং ৩.২ কিলোওয়াট আওয়ার। প্রথমটি থেকে সম্পূর্ণ চার্জে ১০০ কিলোমিটার রেঞ্জ মিলবে। যেখানে  দ্বিতীয়টি ফুল চার্জে ১৫০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম।

দেড় বছরের মধ্যেই বৈদ্যুতিক দু’চাকার গাড়ি বাজার ছেয়ে যাবে, দাবি রিপোর্টে

বাইকটিতে (Revolt AW1) দেওয়া হয়েছে মেইন স্ট্যান্ড, লেগ গার্ড এবং গ্র্যাব রেল। আবার এতে রয়েছে রিভার্স মোড। যা সাধারণত ইলেকট্রিক স্কুটারে দেখতে পাওয়া যায়। এছাড়া উপস্থিত ফ্রন্ট ডিস্ক ব্রেক, ডার্ক ভাইজর এবং টেলিস্কোপিক ফর্ক। সংস্থার পোর্টফোলিও’তে এর স্থান RV400-এর নীচে হবে। এই বাইকের বর্তমান বাজারমূল্য ১.২৭ লক্ষ টাকা। তাই অনুমান করা হচ্ছে, নয়া মডেলটির দাম ১ লক্ষের কাছাকাছি রাখা হতে পারে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular