ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা বাড়াতে নজির গড়ল রিলায়েন্স ইনডাসট্রিজ

ভারতে ইলেকট্রিক ভেহিকেল কেনার ক্ষেত্রে ক্রেতাদের উৎসাহ বাড়াতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে রিলায়েন্স। বৈদ্যুতিক যানবাহনের জন্য অপরিহার্য ইলেকট্রিক চার্জিং (EV-charging) স্টেশন। এবারে মুম্বাইয়ে ৫০০তম…

jio-bp inaugurate 500th ev charging station

ভারতে ইলেকট্রিক ভেহিকেল কেনার ক্ষেত্রে ক্রেতাদের উৎসাহ বাড়াতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে রিলায়েন্স। বৈদ্যুতিক যানবাহনের জন্য অপরিহার্য ইলেকট্রিক চার্জিং (EV-charging) স্টেশন। এবারে মুম্বাইয়ে ৫০০তম ইভি চার্জিং স্টেশন উদ্বোধন করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে রিলায়েন্স ইনডাসট্রিজ লিমিটেড (Reliance Industries Limited)। শুক্রবার সংস্থার কর্ণধার অনন্ত আম্বানি (Anant Ambani) এবং তাদের সহকারী ভারত পেট্রোলিয়ামের সিইও মারে অচিনক্লস (Murray Auchincloss) যৌথভাবে (Jio-bp) এটি উদ্বোধন করেছেন।

জিও-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন চার্জিং স্টেশনটি বান্দ্রা কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে গড়ে তোলা হয়েছে। জানিয়ে রাখি, জিও-বিপি হচ্ছে রিলায়েন্স ইনডাসট্রিজ লিমিটেড ও ভারত পেট্রোলিয়ামের ফুয়েল মোবিলিটি-র জয়েন্ট ভেঞ্চার। 

   

৫০০তম ইভি চার্জিং স্টেশন উদ্বোধনের দিনই এদেশে সংস্থাদ্বয় ৫,০০০তম চার্জিং স্টেশন ইন্সটল করেছে বলেও জানিয়েছে জিও-বিপি। এক বছরের মধ্যে এদেশে চার্জিং স্টেশনের সংখ্যা তারা ১,৩০০ থেকে বাড়িয়ে ৫,০০০ করে নজির সৃষ্টি করেছে। এক সাংবাদিক সম্মলনে কোম্পানি জানিয়েছে, ৯৫ শতাংশের বেশি ইভি চার্জিং স্টেশনের মধ্যে ফাস্ট চার্জিং স্টেশনও রয়েছে। এই প্রসঙ্গে অনন্ত আম্বানি বলেন, “ইভি গ্রহনের ক্ষেত্রে জিও-বিপি অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। ইভি-চার্জিং ইনফ্রা, এবং সর্বোচ্চ নির্ভরযোগ্যতা দিয়ে ক্রেতাদের সেরা পরিষেবা অফার করছি আমরা।”

অন্যদিকে ভারত পেট্রোলিয়ামের সিইও মারে অচিনক্লসের বক্তব্য, “ইভি চার্জিংয়ে একটি সমন্বিত শক্তি সংস্থা হয়ে ওঠার যাত্রায় জিও-বিপি-র (BP and Reliance Industries) ভূমিকা অনস্বীকার্য। আমরা নিরন্তর গ্রাহক অভিজ্ঞতা প্রদানের জন্য স্কেল, গতি এবং কৌশলগত অবস্থানগুলিতে লক্ষ্য রাখছি।”