চিন-কোরিয়া’র উপর নির্ভরশীলতা কমিয়ে দেশে তৈরি ইলেকট্রিক Vespa আসছে ভারতীয় সংস্থার ব্যাটারি’তে

নব্বইয়ের দশকে বাজার কাঁপানো স্কুটার ভেসপা-র (Vespa) কথা মনে পড়ে? একসময় যেটিকে মানুষের সম্ভ্রমের মাপকাঠি হিসেবে বিচার করা হত। হ্যাঁ, সেই ভেসপা। দীর্ঘদিন ধরেই ভারতের…

Piaggio-Vespa

নব্বইয়ের দশকে বাজার কাঁপানো স্কুটার ভেসপা-র (Vespa) কথা মনে পড়ে? একসময় যেটিকে মানুষের সম্ভ্রমের মাপকাঠি হিসেবে বিচার করা হত। হ্যাঁ, সেই ভেসপা। দীর্ঘদিন ধরেই ভারতের বাজারে এই ঐতিহ্যপূর্ণ স্কুটারের প্রত্যাবর্তনের জল্পনা শোনা যাচ্ছে। তবে এবারে আর পেট্রোল ভার্সনে নয়, ভেসপা আসছে ইলেকট্রিক অবতারে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এবারে পিয়াজিও ইন্ডিয়া (Piaggio India) তাদের এই স্কুটারে দেশীয় সংস্থার তৈরি ব্যাটারি লাগাবে। সূত্রের খবর, মডেলটিতে অমরা রাজা’র (Amara Raja) তৈরি ব্যাটারি সেল ও চার্জার ব্যবহার করা হবে। 

অমরা রাজা’র ব্যাটারিতে ছুটবে ইলেকট্রিক Vespa

   

ইতিমধ্যেই এই দেশীয় ব্যাটারি প্রস্তুতকারী সংস্থার সঙ্গে এই মর্মে স্বাক্ষরের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়েছে পিয়াজিও ইন্ডিয়া। জানা গিয়েছে, ভেসপা (Vespa) ছাড়াও এপ্রিলিয়া (Aprilia) ব্র্যান্ডে ব্যবহার করা হবে অমরা রাজা’র নির্মিত ব্যাটারি সেল। এগুলি তেলেঙ্গানার ডিভিটিপল্লি’র গিগা ফ্যাক্টরিতে উৎপাদিত হবে। 

এদিকে অমরা রাজা ও পিয়াজিও সেই ২০২০ সাল থেকে জুটি বেঁধে ব্যবসা করছে। পরিসংখ্যান বলছে, পিয়াজিও ইন্ডিয়া’র জন্য এ পর্যন্ত ৫০,০০০ এনএমসি লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক এবং ইভি চার্জার প্রস্তুত করেছে অমরা রাজা। এছাড়াও সম্প্রতি ব্যাটারি প্রস্তুতকারী কোম্পানিটি দেশের প্রথম সারির বৈদ্যুতিক দু’চাকার গাড়ি নির্মাতা এথার এনার্জির (Ather Energy) সঙ্গেও হাত মিলিয়েছে। 

পুজোর আগেই স্বপ্নপূরণ! বাজারে এল নতুন প্রজন্মের Royal Enfield Classic 350

এই প্রসঙ্গে পিয়াজিও ভেহিকেলস প্রাইভেট লিমিটেডের কর্ণধার দিয়েগো গ্রাফি মন্তব্য করেছেন, “অমরা রাজা ও পিয়াজিও ইন্ডিয়ার মধ্যে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। খুশির সঙ্গে জানাচ্ছি, সদ্য স্বাক্ষরিত চুক্তি, দুই সংস্থার সম্পর্ক আরও বলিষ্ঠ করবে।”