বলিউডের প্রথম সারির জনপ্রিয় অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) তাঁর অভিনয়ের পাশাপাশি গাড়ির প্রতি ভালোবাসার জন্যও পরিচিত। এবার সেই তালিকায় যুক্ত হল এক নতুন চমক, কারণ অভিনেতা নিজের গ্যারাজে নিয়ে এসেছেন GMC Hummer EV 3X। এটি তাঁর প্রথম ইলেকট্রিক গাড়ি এবং এই গাড়ির ভারতীয় সংস্করণে রাইট-হ্যান্ড ড্রাইভ কনভার্সন করে আনা হয়েছে। প্রায় ৪.৫ কোটি টাকা মূল্যের এই গাড়ি রণবীর সিংয়ের ৪০তম জন্মদিন উদযাপনের ঠিক পরে জুলাই মাসেই তার হাতে তুলে দেওয়া হয়।
ভারতে প্রথম GMC Hummer EV 3X-এর মালিক হলেন রণবীর
রণবীর সিং (Ranveer Singh) হলেন ভারতের প্রথম অভিনেতা যিনি এই আইকনিক মার্কিন ইভি SUV কিনেছেন। ২০০০-এর দশকে হামার ছিল ভারতীয় সেলেব মহলে এক জনপ্রিয় নাম, আর এবার তার নতুন ইলেকট্রিক সংস্করণ ফিরিয়ে আনছে সেই পুরনো গ্ল্যামার। ভারতীয় বাজারে এই গাড়ি অফিশিয়ালি পাওয়া যায় না, ফলে এটি Friday Night Cars নামের এক ব্যক্তিগত আমদানিকারীর মাধ্যমে আনা হয়েছে। SUV সংস্করণটি বেছে নিয়েছেন রণবীর, যদিও গাড়িটির একটি পিক-আপ সংস্করণও রয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে ভারতে পা রাখছে Tesla, প্রকাশিত টিজার উত্তেজনা বাড়াল
ইঞ্জিন ও পারফরম্যান্স
GMC Hummer EV 3X-এ রয়েছে ট্রাই-মোটর e4WD সিস্টেম, যা উৎপন্ন করে প্রায় ৯৮৬ বিএইচপি শক্তি এবং অবিশ্বাস্য ১৫,৫৯২ এনএম টর্ক। প্রায় ৪.৫ টন ওজনের এই SUV মাত্র ৩.৫ সেকেন্ডে ০-১০০ কিমি/ঘণ্টা গতি অর্জন করতে পারে। এতে ব্যবহার হয়েছে ১৭৮ kWh ব্যাটারি, যা একবার চার্জে ৫০৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম।
Hummer EV 3X SUV-টি শুধুমাত্র পাওয়ারেই নয়, অফ-রোডিং দক্ষতায়ও দুর্দান্ত। এর “Crab Walk” ফিচার SUV-টিকে তির্যকভাবে চলতে দেয়, যা বিশেষত কঠিন ভূখণ্ডে খুব কাজে লাগে। এছাড়াও এতে রয়েছে ১২.৩ ইঞ্চির ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ১৩.৪ ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেম (Apple CarPlay ও Android Auto সহ), ভেন্টিলেটেড সিট, Bose সাউন্ড সিস্টেম, অ্যাডাপটিভ এয়ার সাসপেনশন এবং আরও অনেক সুবিধা।
Ranveer Singh-এর গ্যারাজে একাধিক এক্সোটিক গাড়ি
নতুন GMC Hummer EV 3X ছাড়াও রণবীর সিংয়ের গ্যারাজে রয়েছে Aston Martin Rapide, Lamborghini Urus, Mercedes-Maybach GLS 600 এবং Toyota Fortuner Legender-এর মতো গাড়ি। এ বছরই তাঁকে Skoda Auto India-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করা হয়েছে। পেশাগত দিক থেকে রণবীর বর্তমানে তাঁর আসন্ন ছবি ‘ধুরন্ধর’-এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন, যা চলতি বছরের ডিসেম্বর মাসে প্রেক্ষাগৃহে আসতে চলেছে।
রণবীর সিংয়ের (Ranveer Singh) নতুন গাড়ি কেনা শুধু তাঁর গাড়িপ্রীতিরই নিদর্শন নয়, বরং ভারতের বিলাসবহুল ইভি বাজারের দিকে আন্তর্জাতিক কোম্পানিগুলির আগ্রহকেও তুলে ধরে। Hummer EV 3X-এর মতো শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর গাড়ি ভারতের রাস্তায় দেখার জন্য দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।