অলিম্পিকে ব্রোঞ্জ জিতেই টাটার ইলেকট্রিক গাড়ি কিনলেন শ্রীজেশ, কোন মডেল?

পরিবেশবান্ধব গাড়ির প্রতি ক্রেতাদের সচেতনতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এবারে দেশের একজন দায়িত্ববান নাগরিক হিসেবে সদ্য লঞ্চ হওয়া টাটার ইলেকট্রিক গাড়ি কিনলেন এবারের অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী…

PR-Sreejesh

পরিবেশবান্ধব গাড়ির প্রতি ক্রেতাদের সচেতনতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এবারে দেশের একজন দায়িত্ববান নাগরিক হিসেবে সদ্য লঞ্চ হওয়া টাটার ইলেকট্রিক গাড়ি কিনলেন এবারের অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী পিআর শ্রীজেশ (PR Sreejesh)। তাঁর মডেলটি হচ্ছে টাটা কার্ভ ইভি (Tata Curvv EV)। আকর্ষণের বিষয়, দেশের মধ্যে সর্বপ্রথম তাঁকেই গাড়িটি ডেলিভারি করে সংবাদ শিরোনামে আবারও উঠে এসেছে টাটা মোটরসের (Tata Motors) নাম। 

জানিয়ে রাখি, ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতীয় হকি দলের গোলরক্ষক খিসাবে ব্রোঞ্জ জেতেন শ্রীজেশ (PR Sreejesh)। নতুন টাটা কার্ভ ইভি-র ডেলিভারি দেওয়ার পরই সেই আনন্দের মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছে টাটা। সংস্থা সেখানে লিখেছে, “বিশ্ব এখন ইলেকট্রিকের পেছনে ছুটছে। য়ামাদের প্রথম ডেলিভারি পেল কিংবদন্তী খেলোয়াড় শ্রীজেশ। তাঁর দীর্ঘপথ শুভ যাত্রার কামনা করি।” চলুন গাড়িটি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

   

Tata Curvv EV: ব্যাটারি ও পাওয়ারট্রেন

টাটার অন্যান্য ইলেকট্রিক গাড়ির মতোই কার্ভ ইভি, লং-রেঞ্জ ভ্যারিয়েন্টে আনা হয়েছে। এর স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে ৪৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। ফুল চার্জে এটি থেকে ৫০২ কিলোমিটার পথ চলবে বলে দাবি করেছে সংস্থা। অন্যদিকে কার্ভ ইভি-র হায়ার ভ্যারিয়েন্টটি একটি ৫৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সহ এসেছে। এটি ৫৮৫ কিমি রেঞ্জ প্রদানের প্রতিশ্রুতি দেয়। acti.ev প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি এই গাড়িটি ফাস্ট চার্জিং সমর্থন করবে। ডিসি চার্জার দ্বারা চার্জ করালে ১৫ মিনিটেই ১৫০ কিলোমিটার পথ চলার শক্তি অর্জন করবে মডেলটি।

Tata Curvv EV: ফিচার্স

কার্ভ ইভি-তে অত্যাধুনিক ও সুরক্ষাজনিত ফিচার্স প্রদানের ক্ষেত্রে টাটা মোটরস একেবারেই কার্পণ্য করেনি। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের তালিকায় উপস্থিত লেটেস্ট কানেক্টিভিটি অপশন সহ সেন্ট্রালি মাউন্টেড টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। এছাড়া ড্রাইভিংয়ের প্রয়োজনীয় যাবতীয় তথ্য ভেসে ওঠার জন্য ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল দেওয়া হয়েছে। 

পুজোর আগে বাজারে আসছে কিয়া’র ‘লাক্সারি’ ইলেকট্রিক কার, দাম জানলে চমকে যাবেন

টাটা কার্ভ ইভি-তে অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে একটি প্যানোরামিক সানরুফ, পাওয়ার্ড টেলগেট, নতুন চাবি, ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, ওয়্যারলেস চার্জার, বৈদ্যুতিক পার্কিং ব্রেক এবং একটি ইঞ্জিন স্টার্ট-স্টপ বটন। সুরক্ষাজনিত ফিচার্স হিসেবে রয়েছে ৬টি এয়ারব্যাগ, ইএসপি, অটো-হোল্ড, অল-ডিস্ক ব্রেক এবং দ্বিতীয় পর্যায়ের অ্যাডাস (ADAS)।

Tata Curvv EV: দাম

টাটা কার্ভ ইভি-এর (Tata Curvv EV) দাম ১৭.৪৯ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে। এর টপ-এন্ড ভ্যারিয়েন্টের মূল্য ২১.৯৯ লক্ষ টাকা পর্যন্ত গিয়েছে (এক্স-শোরুম)। ভারতে এই গাড়ি পাঁচ ভ্যারিয়েন্ট এবং দু’টি মোটর অপশনে বেছে নেওয়া যাবে। কার্ভ ইভি, টাটার সবচেয়ে দামি ইলেকট্রিক গাড়ি। তাই এটি সংস্থার ফ্ল্যাগশিপ মডেলের তকমা পেয়েছে।