নয়াদিল্লি: ১২ টা বাজলেই বসছে আরও ২৫ শতাংশ শুল্ক। রাশিয়ার থেকে তেল কেনার অপরাধে পূর্ব-ঘোষিত ‘হুমকি’ বাস্তবায়িত করেছে আমেরিকা। আগামীকাল থেকেই আমেরিকায় পণ্য রপ্তানিতে ভারতীয় ব্যবসায়ীদের গুনতে হবে মোট ৫০ শতাংশ শুল্ক। আমেরিকার ‘শুল্ক-দাপট’ খণ্ডাতে আগাম প্রস্তুতি নিচ্ছিল ভারত। মঙ্গলবার তাই ‘স্বদেশী’ অস্ত্রে শাণ দিয়ে ‘আত্মনির্ভর ভারত’-এর মুকুটে নতুন পালক যোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানি গাড়ি নির্মাতা সুজুকি মোটর কর্পোরেশনের প্রথম হাইব্রিড ব্যাটারি যান ই-ভিতারা e-VITARA এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
বিশ্বব্যাপী সর্বপ্রথম ব্যাটারি চালিত ইলেকট্রিক যান উৎপাদনের পাশাপাশি ইউরোপ এবং জাপান সহ বিশ্বের একশোটিরও বেশি দেশে রপ্তানির জন্য ভারতকে বেছে নিয়েছিল সুজুকি। মঙ্গলবার আহমেদাবাদের হানসালপুরে আনুষ্ঠানিকভাবে প্ল্যান্টটির উদ্বোধন হয়। নরেন্দ্র মোদী বলেন, “আত্মনির্ভরতা এবং পরিবেশবান্ধব যানবাহন তৈরির লক্ষ্যে আজ একটি বিশেষ দিন। ভারতের মাটিতে তৈরি হওয়া এই ব্যাটারি গুলি BEV শতাধিক দেশে রপ্তানি করা হবে। গুজরাটের এই প্ল্যান্ট থেকেই হাইব্রিড ব্যাটারিগুলি প্রস্তুত ও রপ্তানি করা হবে।”
হাইব্রিড এবং বৈদ্যুতিন যান উৎপাদনের পাশাপাশি প্রধানমন্ত্রী এদিন সুজুকি, তোশিবা এবং ডেনসোর লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন-ক্ষেত্রটিরও উদ্বোধন করেন। এর মাধ্যমে পরিবেশবান্ধব যানবাহন আমদানির হার কমিয়ে রপ্তানির রাস্তা সুদীর্ঘ করাই আসল উদ্দেশ্য। সুজুকির বৈদ্যুতিন যানবাহন তৈরির গড়ে পরিণত হবে ভারত।