স্বাধীনতা দিবসে Ola-র উপহার, সস্তার দামে লঞ্চ হল সংস্থার প্রথম ইলেকটিক বাইক

প্রতিশ্রুতি অনুযায়ী ৭৮তম স্বাধীনতা দিবসে চমক হিসেবে ওলা ইলেকট্রিক-এর (Ola Electric) ভারতের বাজারে লঞ্চ করল তাদের বহু প্রতীক্ষিত বৈদ্যুতিক মোটরসাইকেল। মোট তিনটি মডেল আনা হয়েছে।…

Ola-Roadster

প্রতিশ্রুতি অনুযায়ী ৭৮তম স্বাধীনতা দিবসে চমক হিসেবে ওলা ইলেকট্রিক-এর (Ola Electric) ভারতের বাজারে লঞ্চ করল তাদের বহু প্রতীক্ষিত বৈদ্যুতিক মোটরসাইকেল। মোট তিনটি মডেল আনা হয়েছে। প্রতিটি সংস্থার প্রদর্শিত রোডস্টার (Roadster) কনসেপ্টের উপর নির্ভর করে এসেছে। মডেলগুলি হচ্ছে Ola Roadster X, Ola Roadster ও Ola Roadster Pro। মডেলগুলির দাম যথাক্রমে ৭৪,৯৯৯ টাকা, ১,০৪,৯৯৯ টাকা এবং ১,৯৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। ইতিমধ্যেই এগুলির বুকিং গ্রহণ শুরু হয়েছে। তবে ডেলিভারি ২০২৫-এর জানুয়ারি থেকে আরম্ভ হওয়ার কথা জানিয়েছে কোম্পানি। 

জানিয়ে রাখি, ওলা রোডস্টার এক্স ও রোডস্টার মডেলটি নতুন স্কেলেবল এবং মডিউলার প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। আবার আরও একজোড়া ইলেকট্রিক বাইক আনার প্রস্তুতি শুরু করেছে সংস্থা। এগুলি হল – Ola Sportster and Arrowhead। চলুন বাইক তিনটির প্রসঙ্গে বিস্তারিত জেনে নেওয়া যাক।

   

Ola Roadster X

ওলা রোডস্টার এক্স মোট তিনটি ব্যাটারির বিকল্পে বেছে নেওয়া যাবে। এগুলি হল – ২.৫ কিলোওয়াট আওয়ার, ৩.৫ কিলোওয়াট আওয়ার ও ৪.৫ কিলোওয়াট আওয়ার। প্রতি ঘণ্টায় এই বাইকের সর্বোচ্চ গতিবেগ হবে ১২৪ কিলোমিটার। ব্রেক-বাই-ওয়্যার প্রযুক্তি ও কম্বি ব্রেকিং সহ সামনে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। স্পোর্টস, নর্মাল এবং ইকো – এই তিন রাইডিং মোড উপলব্ধ রয়েছে। 

উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে ওলা রোডস্টার এক্স-এ দেওয়া হয়েছে MoveOS 5 দ্বারা চালিত ৪.৩-ইঞ্চি এলসিডি সেগমেন্ট ডিসপ্লে, রোডস্টার এক্স ওলা ম্যাপ নেভিগেশন (টার্ন বাই টার্ন), অ্যাডভান্সড রিজেন, ক্রুজ কন্ট্রোল, রাইডিং মোড, DIY মোড, TPMS অ্যালার্ট, ওটিএ আপডেট এবং আরও অনেক কিছু। মোটরসাইকেলটি ডিজিটাল কি-আনলক এবং ওলা ইলেকট্রিক অ্যাপ কানেক্টিভিটি সহ এসেছে।

Ola Roadster

ওলা দাবি করেছে রোডস্টার হচ্ছে কমিউটার সেগমেন্টের দ্রুততম মোটরসাইকেল। কারণ এর মোটর থেকে ১৩ কিলোওয়াত শক্তি উৎপন্ন হয়। এটিও তিন ব্যাটারি বিকল্পে বেছে নেওয়া যাবে – ৩.৫ কিলোওয়াট আওয়ার, ৪.৫ কিলোওয়াট আওয়ার ও ৬ কিলোওয়াট আওয়ার। দাবি করা হয়েছে, ৬ কিলোওয়াট আওয়ার মডেলটি সর্বোচ্চ ২৪৮ কিলোমিটার রেঞ্জ এবং প্রতি ঘণ্টায় ১২৬ কিলোমিটার গতিবেগ তুলতে সক্ষম। আবার ০-৪০ কিমি/ঘণ্টার গতি মাত্র ২ সেকেন্ডে তুলবে। 

হাইপার, স্পোর্টস, নরমাল এবং ইকো – এই চার রাইডিং মোড উপলব্ধ রয়েছে। আবার ফিচার্সের মধ্যে MoveOS 5 দ্বারা চালিত সেগমেন্টের প্রথম ৬.৮ ইঞ্চি স্ক্রিন, প্রক্সিমিটি আনলক, ক্রুজ কন্ট্রোল, পার্টি মোড, টেম্পার অ্যালার্টের মতো বৈশিষ্ট্য সহ AI-চালিত ফিচার যেমন ক্রুট্রিম অ্যাসিস্ট্যান্ট, স্মার্টওয়াচ অ্যাপ, রোডট্রিপ প্ল্যানারের সুবিধা পাওয়া যাবে। সিঙ্গেল চ্যানেল এবিএস সহ মোটরসাইকেলটির সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক রয়েছে, যা কর্নারিং এবিএস এবং ব্রেক-বাই-ওয়্যার প্রযুক্তি যুক্ত। 

বাজারে হইচই ফেলে লঞ্চ হল দুর্দান্ত বাইক BSA Gold Star 650, মাহিন্দ্রা’র ঠেলায় চাপে রয়্যাল এনফিল্ড

Ola Roadster Pro

ওলা রোডস্টার প্রো হল টপ-এন্ড সংস্করণ। এর আউটপুট ৫২ কিলোওয়াট এবং ১০৬ এনএম টর্ক। মোটরসাইকেলটির ১৬ কিলোওয়াট ভ্যারিয়েন্টটি মাত্র ১.২ সেকেন্ডে ০-৪০ কিমি/ঘণ্টার গতি তলায় সক্ষম। আবার সর্বোচ্চ গতিবেগ ১৯৪ কিমি প্রতি ঘণ্টা। এর রেঞ্জ রয়েছে ৫৭৯ কিমি বলে দাবি করা হয়েছে। রোডস্টার প্রো-তে রয়েছে একটি ১০-ইঞ্চি টিএফটি টাচস্ক্রিন, ইউএসডি ফর্ক, ডুয়েল-চ্যানেল সুইচেবল এবিএস সহ সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক। এতে চারটি রাইডিং মোড উপলব্ধ। যথা – হাইপার, স্পোর্ট, নরমাল এবং ইকো। আবার রয়েছে দুটি DIY মোড।