ইলেকট্রিক স্কুটারে মিলবে ভর্তুকি, Ola S1 X নিয়ে বড় ঘোষণা সংস্থার

ফেম-২ প্রকল্পের মেয়াদ ফুরনোর পর বৈদ্যুতিক টু হুইলারে ভর্তুকি দিতে প্রোডাকশন লিঙ্কড ইন্সেন্টিভ বা পিএলআই চালু করেছে কেন্দ্র। এই ভার্তুকি পেতে হলে কিছু শর্ত পূরণ…

Ola-S1-X

ফেম-২ প্রকল্পের মেয়াদ ফুরনোর পর বৈদ্যুতিক টু হুইলারে ভর্তুকি দিতে প্রোডাকশন লিঙ্কড ইন্সেন্টিভ বা পিএলআই চালু করেছে কেন্দ্র। এই ভার্তুকি পেতে হলে কিছু শর্ত পূরণ করতে হয়। এবারে সেই তালিকায় নাম উঠাল Ola S1 X। মডেলটিকে এই শংসাপত্র দিয়েছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর অটোমেটিভ বা আইসিএটি। 

Ola S1 X পিএলআই স্কিমের অন্তরভুক্ত হল

   

জানা গিয়েছে, Ola S1 X-এ ৫০ শতাংশের বেশি দেশীয় প্রযুক্তির যন্ত্রাংশ ব্যবহার হওয়ায় পিএলআই স্কিমের আওতায় এসেছে। উল্লেখ্য, Ola S1 X ইলেকট্রিক স্কুটার ৩ কিলোওয়াট আওয়ার ও ৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি সহ বেছে নেওয়া যায়। 

ওলা আগামী পাঁচ বছর এই ভর্তুকি পাবে। এক্ষেত্রে পিএলআই সার্টিফিকেট পাওয়া তাদের জন্য বিশেষ জরুরি ছিল। এদিকে এই স্কুটার নির্মাণের জন্য বিদেশি কোম্পানিগুলির মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। 

অ্যাডভেঞ্চার ভালোবাসেন? পুজোর আগেই লঞ্চ হচ্ছে কাওয়াসাকি’র এই দুর্ধর্ষ বাইক

প্রসঙ্গত, Ola S1 X হচ্ছে সংস্থার এন্ট্রি লেভেল ইলেকট্রিক স্কুটার। সে কারণে এর দাম সবচেয়ে কম। আবার এখন পিএলআই স্কিমের আওতাধীন হওয়ায় এর দাম আরও কমবে বলে আশা করা হচ্ছে।