Ola S1 X ইলেকট্রিক স্কুটারে ডিসকাউন্টের বন্যা! কিনতে শোরুমে ভিড় ক্রেতাদের

উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। মজার বিষয়, ভারতের বাজারে এবছর ইলেকট্রিক টু হুইলারে যত বেশি অফার দেওয়া হচ্ছে, অন্যান্যবার এতটাও নজর পড়ে না। সেই তালিকায়…

Ola-S1-X discount

উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। মজার বিষয়, ভারতের বাজারে এবছর ইলেকট্রিক টু হুইলারে যত বেশি অফার দেওয়া হচ্ছে, অন্যান্যবার এতটাও নজর পড়ে না। সেই তালিকায় রয়েছে দেশের বর্তমানে বৈদ্যুতিক টু হুইলারের বৃহত্তম নির্মাতা ওলা ইলেকট্রিকের (Ola Electric) নাম। সংস্থা ইতিমধ্যেই তাদের ‘দিওয়ালি সেল মেলা’ চালু করেছে। আবার ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের (Flipkart) সঙ্গে হাত মিলিয়েছে তারা। বিগ বিলিয়ন ডে সেল ও ওলা ইলেকট্রিকের ওয়েবসাইটে Ola S1 X-এর ৪ কিলোওয়াট আওয়ার মডেলে লোভনীয় ছাড় দেওয়া হচ্ছে। চলুন ডিসকাউন্টের প্রসঙ্গে বিশদে জেনে নেওয়া যাক।

দীপাবলি সেল – টপ অফার

   

Ola S1 X 4 kWh মডেলটি ১ লাখ টাকার (এক্স-শোরুম) কমে কেনা যায়। কিন্তু এখন সংস্থার ওয়েবসাইটে স্কুটারটি ৯১,৯৯৯ টাকায় অফার করা হচ্ছে। আবার ব্যাটারিতে রয়েছে ৮ বছর ও ৮০,০০০ কিলোমিটার (যেটি আগে হবে) ওয়ারেন্টি অফার করা হচ্ছে। এখানেই শেষ নয়। ৪৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারে কেনা যাচ্ছে মডেলটি। 

Ola Care+ প্যাকেজ এখন ৫০ শতাংশ ছাড়ে নেওয়া যাচ্ছে। এতে খরচ পড়বে ৪,১২৯ টাকা। এই প্যাকেজের আওতায় আছে ১৫,০০০ টাকা পর্যন্ত ফ্রি লেবার সার্ভিস, থেফ্ট অ্যাসিস্ট্যান্ট হেল্পলাইন, রোডসাইড অ্যাসিস্ট্যান্ট, অ্যানুয়াল কম্প্রেহেনসিভ ডায়াগনস্টিক, বিনামূল্যে বাড়িতে পরিষেবা এবং পিক-আপ / ড্রপ এবং ২৪/৭ ডাক্তার ও অ্যাম্বুলেন্স পরিষেবা।

Ola S1 X ফ্লিপকার্টে অফার

ফ্লিপকার্ট দ্য বিগ বিলিয়ন ডে সেল S1 X 4 kWh মডেলটি ৯৬,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে। এইচডিএফসির মতো শীর্ষস্থানীয় ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে অতিরিক্ত ৫,৭৫০ টাকা ছাড় পাওয়া যাবে। আবার এই ডিলে ৬,০০০ টাকা পর্যন্ত ইএমআই স্কিমের সুবিধা উপলব্ধ রয়েছে। এছাড়া অতিরিক্ত ৩ শতাংশ ক্যাশব্যাক ডিল পাওয়া যাচ্ছে। 

আগ্রাসী দর্শন হৃদয় জিতে নেয়! কাওয়াসাকির এই বাইকে মিলছে 25,000 ডিসকাউন্ট

Ola S1 X স্পেসিফিকেশন ও পারফরম্যান্স

প্রসঙ্গত, Ola S1 X ইলেকট্রিক স্কুটারে রয়েছে একটি ৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। এটি থেকে ৬ কিলোওয়াট শক্তি উৎপন্ন হয়। ০-৬০ কিমি / ঘণ্টার গতিবেগ ৫.৫ সেকেন্ডে তুলতে পারে। এর প্রতি ঘণ্টায় সর্বাধিক গতিবেগ ৯০ কিলোমিটার। ফুল চার্জে এর রেঞ্জ ১৯০ কিলোমিটার বলে দাবি করা হয়েছে। যদিও বাস্তবে ১৬৭ কিলোমিটার রেঞ্জ মেলে। এতে ইকো, নর্মাল ও স্পোর্ট – এই তিন রাইডিং মোড অফার করা হয়েছে। এতে রয়েছে ৪.৩ ইঞ্চির এলসিডি ডিজিটাল ডিসপ্লে। ব্যাটারি সম্পূর্ণরূপে চার্জ করতে ৬.৫ ঘণ্টা সময় লাগে।