ভারতের ইলেকট্রিক টু-হুইলার সেগমেন্টে বড় ঘোষণা করেছে ওলা ইলেকট্রিক। সংস্থার বার্ষিক ‘সংকল্প’ ইভেন্টে লঞ্চ হয়েছে নতুন প্রজন্মের দুটি মডেল – Ola S1 Pro Plus এবং Roadster X Plus। এক্স-শোরুম দাম শুরু হয়েছে ১.৭০ লাখ টাকা থেকে। উল্লেখযোগ্য বিষয় হল, দুটি মডেলেই ব্যবহার করা হয়েছে ওলার নিজস্বভাবে উন্নত 4680 ব্যাটারি সেল, যা দীর্ঘস্থায়িত্ব ও পারফরম্যান্সে বড় পরিবর্তন আনবে বলে দাবি করেছে কোম্পানি।
দামে বড় ছাড়
নতুন Ola S1 Pro Plus-এর দাম রাখা হয়েছে ১.৭০ লাখ টাকা, যেখানে পূর্বে এর দাম ছিল ২ লাখ টাকা। অর্থাৎ গ্রাহকরা এবার পাচ্ছেন প্রায় ৩০,০০০ টাকার ছাড়। একইভাবে, 2025 Roadster X Plus-এর দাম নির্ধারিত হয়েছে ১.৯০ লাখ টাকা, যা আগের মডেলের তুলনায় ৩৪,০০০ টাকা কম। ইলেকট্রিক যানবাহনের ক্রমবর্ধমান চাহিদার মধ্যে এই মূল্য হ্রাস নিঃসন্দেহে গ্রাহকদের জন্য বড় সুবিধা।
নতুন দুটি ইভি স্কুটার ও বাইক গ্রাহকরা ওলার অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটবর্তী ডিলারশিপ থেকে বুক করতে পারবেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ডেলিভারি শুরু হবে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে, নবরাত্রির সময়কাল থেকে।
হিরো মোটোকর্প আনছে নতুন ১২৫ সিসি বাইক, থাকছে ক্রুজ কন্ট্রোল ও টিএফটি ডিসপ্লে
Ola S1 Pro Plus-এর ফিচার
পারফরম্যান্সের ক্ষেত্রে Ola S1 Pro Plus আসছে দুটি ভ্যারিয়েন্টে। ৫.৩kWh ব্যাটারি ভ্যারিয়েন্টে রয়েছে ১৩ কিলোওয়াট (১৭.৫bhp) মোটর, যা সর্বোচ্চ ১৪১ কিমি/ঘণ্টা গতিবেগ তুলতে সক্ষম। অন্যদিকে ৪kWh ভ্যারিয়েন্টের টপ স্পিড ১২৮ কিমি/ঘণ্টা। রেঞ্জের ক্ষেত্রে ৫.৩kWh মডেল একবার চার্জে প্রায় ৩২০ কিমি আইডিসি রেঞ্জ দেবে, আর ৪kWh মডেল পাবে প্রায় ২৪২ কিমি রেঞ্জ।
Ola Roadster X Plus-এর ক্ষমতা
অন্যদিকে Roadster X Plus-এ দেওয়া হয়েছে ১১ কিলোওয়াট মিড-ড্রাইভ মোটর, যার সর্বোচ্চ গতি ১২৫ কিমি/ঘণ্টা। এই বাইকও আসছে দুটি ভ্যারিয়েন্টে। ৯.১kWh ব্যাটারি সংস্করণে একবার চার্জে ৫০১ কিমি পর্যন্ত রেঞ্জ পাওয়া যাবে। আর ছোট ৪.৫kWh ভ্যারিয়েন্টে মিলবে প্রায় ২৫২ কিমি রেঞ্জ।
সবমিলিয়ে বলা যায়, ওলা ইলেকট্রিক তাদের ২০২৫ সালের লঞ্চের মাধ্যমে শুধু প্রযুক্তিগত দিক থেকে নয়, দাম ও রেঞ্জের দিক থেকেও বাজারে বড় প্রতিযোগিতা তৈরি করেছে। কম দামে বেশি ফিচার দেওয়ার ফলে S1 Pro Plus এবং Roadster X Plus ভারতের ইলেকট্রিক টু-হুইলার মার্কেটে নতুন মানদণ্ড স্থাপন করতে চলেছে।