Ola Roadster X-এর ডেলিভারি আগামীকাল অর্থাৎ ২৩ মে থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছে ওলা ইলেকট্রিক (Ola Electric)। অবশেষে তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল নিয়ে বড় ঘোষণা করল কোম্পানি। ওলা তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ঘোষণা করেছে। বহুদিন আগেই এই ই-বাইকের বুকিং শুরু হয়েছিল এবং এখন অপেক্ষার অবসান ঘটিয়ে গ্রাহকদের হাতে পৌঁছতে চলেছে এই নতুন বাইক।
Ola Roadster X-এর প্রথম ডেলিভারি বেঙ্গালুরুতে
Ola Roadster X-এর ডেলিভারি প্রক্রিয়া ধাপে ধাপে চালু করা হবে, যাতে প্রাথমিক পর্যায়ে যদি কোনও সমস্যা না দেখা দেয়। হলেও তা যাতে দ্রুত সমাধান করা সম্ভব হয়। সূত্রের খবর, বেঙ্গালুরু হবে প্রথম শহর যেখানে বাইকটির ডেলিভারি আরম্ভ হবে। এটি কোম্পানির একটি স্ট্র্যাটেজিক পদক্ষেপ, যাতে উৎপাদন ও পরিষেবার মান নিয়ন্ত্রণে রাখা যায়।
2025 Honda CB350 লঞ্চ হয়েছে দু’মাস আগে, এরইমধ্যে বিশাল অঙ্কের ছাড় দিচ্ছে কোম্পানি
মোটর, ব্যাটারি ও রেঞ্জ
Roadster X-এ ব্যবহার করা হয়েছে একটি ১১ কিলোওয়াট ক্ষমতার ইলেকট্রিক মোটর। এই বাইকে তিনটি ব্যাটারি বিকল্প পাওয়া যাচ্ছে – ২.৫ কিলোওয়াট আওয়ার, ৩.৫ কিলোওয়াট আওয়ার এবং ৪.৫ কিলোওয়াট আওয়ার। এগুলির মাধ্যমে যথাক্রমে ১১৭ কিমি, ১৫৯ কিমি এবং ২০০ কিমির রেঞ্জ পাওয়া যাবে বলে কোম্পানির দাবি। ফলে বিভিন্ন শ্রেণীর ক্রেতাদের জন্য উপযোগী হবে এটি।
বাইকে রয়েছে তিনটি রাইড মোড – স্পোর্ট, নর্মাল ও ইকো। নিরাপত্তার জন্য রয়েছে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম। এছাড়া এতে আছে ৪.৩ ইঞ্চির এলসিডি ডিসপ্লে এবং ফুল-এলইডি আলো। ব্রেকিংয়ের জন্য সামনে ডিস্ক ও পেছনে ড্রাম ব্রেক রয়েছে। সাসপেনশনের দায়িত্ব সামলায় সামনের টেলিস্কোপিক ফর্ক ও পেছনের ডুয়াল শক অ্যাবজর্বার।
Kawasaki Versys-X 300 লঞ্চ হল ভারতে, চাপে Himalayan 450, KTM 390-র মতো বাইকগুলি
Ola Roadster X ভারতের ইলেকট্রিক টু-হুইলার বাজারে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামছে Revolt RV400 এবং Oben Rorr-এর সঙ্গে। এই বাইকগুলির মধ্যে প্রযুক্তিগত দিক থেকে প্রতিযোগিতা বেশ জোরদার, তবে ওলার ব্র্যান্ড ভ্যালু এবং বিস্তৃত সার্ভিস নেটওয়ার্ক এটিকে আলাদা করে তুলতে পারে।
প্রসঙ্গত, ওলার Roadster X ইলেকট্রিক বাইক সেগমেন্টে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে। আধুনিক ফিচার, দীর্ঘ রেঞ্জ এবং শক্তিশালী মোটরের সাহায্যে এটি শহুরে ও মাঝারি দূরত্বের রাইডারদের জন্য উপযুক্ত বিকল্প হতে পারে। ২৩ মে থেকে শুরু হওয়া ডেলিভারি প্রক্রিয়া সফল হলে দেশের অন্যান্য শহরেও শীঘ্রই এর প্রসার ঘটবে বলে আশা করা যায়।