ADAS প্রযুক্তি সহ Ola Diamondhead উন্মোচিত হল, ৫ লাখে লঞ্চ হতে পারে সুপারবাইক

Ola Diamondhead Prototype Unveiled

ওলা ইলেকট্রিক তাদের প্রতীক্ষিত সুপারবাইক Ola Diamondhead-এর দ্বিতীয় প্রোটোটাইপ উন্মোচন করল। সংস্থার সংকল্প (Sankalp) ইভেন্টে এটি আত্মপ্রকাশ করেছে। দুই বছর আগে প্রথমবার এই বাইকের ধারণা প্রকাশ করা হয়েছিল। এবার উন্মোচিত সংস্করণটি প্রোডাকশন মডেলের আরও কাছাকাছি বলেই মনে করা হচ্ছে। কোম্পানি জানিয়েছে, Diamondhead প্রোডাকশন-স্পেক ভার্সন বাজারে আসবে ২০২৭ সালে এবং এর আনুমানিক দাম রাখা হবে প্রায় ৫ লাখ টাকা (এক্স-শোরুম)।

Advertisements

Ola Diamondhead ডিজাইন ও স্টাইলিং

Ola Diamondhead-এর ডিজাইন এখনও বেশ শার্প ও আগ্রাসী। নতুন প্রোটোটাইপে যুক্ত হয়েছে বার-এন্ড মিরর এবং এক্সপোজড সাসপেনশন, তবে মূল কনসেপ্টের আক্রমণাত্মক চরিত্র বজায় রয়েছে। বাইকের সামনের অংশে একটি হরাইজন্টাল এলইডি ডে-টাইম রানিং লাইট এবং ছোট হেডল্যাম্প পড রয়েছে। পিছনের অংশে রয়েছে স্লিম এলইডি টেললাইট। রাইডিং পজিশনও আগ্রাসী, যেখানে লো ক্লিপ-অন হ্যান্ডেলবার ট্যাঙ্কের সমান উচ্চতায় রাখা হয়েছে। বাইকে ব্যবহার করা হয়েছে ১৭-ইঞ্চি অ্যালয় হুইলস, যার মধ্যে পিছনের চাকাটি ঢেকে দেওয়া হয়েছে এরোডাইনামিক দক্ষতা বাড়ানোর জন্য।

১ সেপ্টেম্বর থেকে BMW গাড়ির দামে আসছে বিরাট বদল, কেনার খরচ কত হচ্ছে?

ফিচার ও প্রযুক্তি

ওলা ইলেকট্রিক Diamondhead-এ এমন কিছু প্রযুক্তি দিচ্ছে যা এই সেগমেন্টে নজরকাড়া। বাইকটি পাবে ADAS, অ্যাক্টিভ ব্রেকিং, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল এবং একটি বিশেষ স্মার্ট AR হেলমেট। এছাড়াও থাকছে অ্যাডাপটিভ সাসপেনশন, অ্যাক্টিভ আর্গোনমিকস এবং আল্ট্রা-ফাস্ট চার্জিং সাপোর্ট। ওলা দাবি করছে এই ইলেকট্রিক বাইকটি মাত্র ২ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতিতে পৌঁছতে সক্ষম হবে।

Advertisements

Diamondhead-এ দেওয়া হবে হাব-সেন্টার্ড স্টিয়ারিং সিস্টেম এবং হালকা ওজনের উপকরণ। ব্রেকিং সিস্টেমে সামনের চাকায় ডুয়েল ডিস্ক ব্রেক এবং পিছনে একটি সিঙ্গেল ডিস্ক ব্রেক থাকছে। বাইকের আক্রমণাত্মক পারফরম্যান্স ও অত্যাধুনিক প্রযুক্তি একে ভারতের ইলেকট্রিক বাইক সেগমেন্টে অনন্য করে তুলবে।

ওলা ইলেকট্রিক পরিকল্পনা করেছে যে Ola Diamondhead ২০২৭ সালের মাঝামাঝি সময়ে বাজারে আসবে। ৫ লাখ টাকার এক্স-শোরুম মূল্যে এটি ভারতের অন্যতম প্রিমিয়াম ইলেকট্রিক মোটরসাইকেল হতে চলেছে। এর অতুলনীয় এক্সেলারেশন, আধুনিক প্রযুক্তি এবং ফিউচারিস্টিক ডিজাইন Diamondhead-কে বাজারে একটি গেম-চেঞ্জার করে তুলতে পারে।