পরিবেশ সহায়ক হিসেবে বর্তমানে ভারতের বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে ব্যাটারি চালিত যানবাহন। যার মধ্যে বৈদ্যুতিক দু’চাকার গাড়ির রমরমা বাজার। দীর্ঘদিন ধরেই উক্ত সেগমেন্টে নেতৃত্ব দিয়ে আসছে ওলা ইলেকট্রিক (Ola Electric)। কিন্তু তাদের ইলেকট্রিক স্কুটার নিয়ে ক্রেতা অসন্তোষের কথা বারংবার সামনে এসেছে। ফের একবার সেই চিত্র সামনে এল। কর্ণাটকের বেঙ্গালুরুবাসী এক মহিলা তাঁর ব্যবহারের ওলার বাহন সম্পর্কে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ (পূর্বনাম টুইটার)।
কিছুদিন আগে কর্ণাটকের কালবুরাগি’তে ওলা ইলেকট্রিকের শোরুমে আগুন ধরিয়ে দেন এক ব্যক্তি। এক্স-এ পোস্টের ক্যাপশনে ওই মহিলা ‘#DontBuyOla’ লিখে সকলের উদ্দেশ্যে ওলার টু হুইলার কিনতে বারণ করেছেন। সেখানে তিনি লেখেন, “প্রিয় কন্নড় অধিবাসী, ওলা একটি অকেজো দু’চাকার গাড়ি। আপনি যদি এটি কিনে থাকেন, তবে এটি আপনার জীবনকে কঠিন করে তুলবে। দয়া করে ওলা ইলেকট্রিক স্কুটার কিনবেন না।” সেখানে নিজেকে ওলার একজন হতাশ ক্রেতা হিসাবে অভহিত করেছেন তিনি।
“Ola ತಗೊಂಡ್ರೆ ನಿಮ್ಮ ಜೀವನ ಗೋಳು “
I will Be Spreading Awareness Against Ola Electric 😁🤌🏻
Thanks For The Idea @UppinaKai Sir 🫡 #DontBuyOla#OlaElectric pic.twitter.com/bcVQ3i6P3K— ನಿಶಾ ಗೌರಿ 💛❤ (@Nisha_gowru) September 12, 2024
ওই মহিলা আরও লেখেন, “আমি ওলা ইলেকট্রিকের বিরুদ্ধে সতর্ক করছি।” তাঁর পূর্বের পোস্ট থেকে জানা গিয়েছে, তিনি ওই স্কুটারটি তাঁর স্বামীর থেকে উপহার হিসাবে পেয়েছিলেন। সেটি যে চলছে না, তারও একটি ভিডিও প্রকাশ করেছিলেন। বিকল স্কুটিকে ‘ডাব্বা গাড়ি’ বলে অভিহিত করেছেন মহিলা।
দূষণ কমাতে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ মারুতির, বাজারে আনল সুইফ্ট সিএনজি, মাইলেজ তাক লাগাবে!
অভিযোগ, খারাপ টু হুইলারটিকে শোরুমে নিয়ে যেতেও যথেষ্ট বেগ পেতে হয়েছে তাঁকে। যাওয়ার পথে বহুবার থেমে গিয়েছে চাকা। কিন্তু তারপরও অবস্থার পরিবর্তন ঘটেনি। নিশা সি শেখর নামের ওই মহিলা অবশেষে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট ২০১৯ অনুসারে ওলার বিরুদ্ধে বেঙ্গালুরুর ডিসট্রিক্ট কনজিউমার ফোরামে অভিযোগ দায়ের করেছেন। একটি নোটিস পাঠিয়েছেন সংস্থার কাছে।