মাত্র 1 টাকায় করুন বুকিং, ওকায়া’র ই- স্কুটার কিনলেই পাওয়া যাচ্ছে 31,000 টাকা ছাড়

অগস্টের মাঝামাঝিতে এসে ইলেকট্রিক স্কুটারপ্রেমীদের জন্য সুবর্ণ সুযোগ। দেশীয় বৈদ্যুতিক টু হুইলার ব্র্যান্ড ওকায়া ইভি (Okaya EV) এ মাসের জন্য তাদের সমস্ত ইলেকট্রিক স্কুটারে দিচ্ছে…

Okaya-EV

অগস্টের মাঝামাঝিতে এসে ইলেকট্রিক স্কুটারপ্রেমীদের জন্য সুবর্ণ সুযোগ। দেশীয় বৈদ্যুতিক টু হুইলার ব্র্যান্ড ওকায়া ইভি (Okaya EV) এ মাসের জন্য তাদের সমস্ত ইলেকট্রিক স্কুটারে দিচ্ছে ৩১,০০০ টাকা পর্যন্ত ছাড়। এছাড়া রয়েছে নানাবিধ ফাইন্যান্স স্কিমে ই-স্কুটার বাড়ি আনার সুযোগ। জানা গিয়েছে, পুরনো স্টক খালি করতেই এই অফার এনেছে সংস্থা। তাই স্টক থাকা পর্যন্তই অফারের সুবিধা নেওয়া যাবে। সবচেয়ে বড় বিষয়, নির্দিষ্ট কয়েকজন ক্রেতা অল্প সময়ের জন্য মাত্র ১ টাকায় স্কুটি বুক করতে পারবেন বলে জানিয়েছে কোম্পানি। সবমিলিয়ে পুজোর আগে ধামাকা অফার নিয়ে এসেছে ওকায়া। 

Okaya EV-র ইলেকট্রিক স্কুটারে অফার

   

বর্তমানে ওকায়া ইভি-র (Okaya EV) বেস মডেলের ইলেকট্রিক স্কুটার Freedum-এর দাম ৭৪,৮৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। আবার তাদের টপ-এন্ড মডেল Motofaast-এর মূল্য ১.২৯ লাখ টাকা। প্রতিটি মূল্য এক্স-শোরুম অনুযায়ী। এগুলি কেনার জন্য রয়েছে আকর্ষণীয় ফাইন্যান্স অফার। ৬.৯৯ শতাংশ সুদের হারে ১০০ শতাংশ ঋণ দেওয়া হুয়। আবার প্রতি মাসে নূন্যতম কিস্তির পরিমাণ ২,৯৯৯ টাকা। 

এই অফারের প্রসঙ্গে ওকায়া ইভি-র (Okaya EV) কার্যনির্বাহী আধিকারিক অনশুল গুপ্তা বলেন, “আমরা এই অফারগুলি আনতে অবিশ্বাস্যভাবে উচ্ছ্বসিত। এটি ভারতের প্রতিটি বাড়িতে বৈদ্যুতিক ই-স্কুটার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের বৃহত্তর অভিজানের অংশ। দাম কমিয়ে এবং সহজ বুকিং বিকল্পের অফার এনে, এবং আমরা গুণগত মান বা খরচের সাথে আপস না করে ক্রেতাদের একটি পরিবেশবান্ধব টু হুইলার বেছে নেওয়ার সুযোগ দিচ্ছি। আমরা বিশ্বাস করি যে, এই উদ্যোগের ফলে উল্লেখযোগ্যভাবে আমাদের ব্যবসা বাড়বে এবং ভারতীয় বৈদ্যুতিক দু’চাকার গাড়ির বাজারে নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে ওকায়ার অবস্থান দৃঢ় হবে।”

সবচেয়ে সস্তার সানরুফ সহ গাড়ি আনল Hyundai, কিনবেন নাকি?

প্রসঙ্গত, সংস্থার ইলেকট্রিক মোটরসাইকেল Okaya Ferrato Disruptor-এ কোন বেনফিট দেওয়া হচ্ছে না। এ বছরের প্রথম দিকে লঞ্চ হওয়া এই মডেলটির দাম ১.৬ লাখ টাকা (এক্স-শোরুম)। এই প্রিমিয়াম ই-বাইকে রয়েছে একটি পিএমএস মোটর, যা থেকে ৬.৭৮ কিলোওয়াট শক্তি উৎপন্ন হয়। এর প্রতি ঘণ্টায় টপ স্পিড ৯৫ কিলোমিটার। ইকো, সিটি ও স্পোর্ট – এই তিন রাইডিং মোড বর্তমান এতে। মডেলটির ৩.৯৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি থেকে সর্বোচ্চ ১২৯ কিলোমিটার রেঞ্জ মেলে।