Oben Electric-এর নতুন উদ্যোগ, লাখ টাকার কমেই মিলবে ইলেকট্রিক বাইক

বেঙ্গালুরুর ইলেকট্রিক বাইক প্রস্তুতকারী সংস্থা ওবেন ইলেকট্রিক (Oben Electric) তাদের নতুন O100 প্ল্যাটফর্ম ঘোষণা করেছে। যার ওপর ভিত্তি করে একেবারে নতুন একটি সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক…

Oben Electric announces new O100 platform

বেঙ্গালুরুর ইলেকট্রিক বাইক প্রস্তুতকারী সংস্থা ওবেন ইলেকট্রিক (Oben Electric) তাদের নতুন O100 প্ল্যাটফর্ম ঘোষণা করেছে। যার ওপর ভিত্তি করে একেবারে নতুন একটি সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক বাইক বাজারে আনতে চলেছে সংস্থা। জানা গিয়েছে, বাইকটির দাম রাখা হবে ১ লাখ টাকার কম, যা মূলত ভারতের ১০০ সিসি কমিউটার বাইকের বিকল্প হিসেবে উপস্থাপিত হবে। ওবেন-এর এটি দ্বিতীয় স্বদেশী প্ল্যাটফর্ম, এর আগে তারা ARX প্ল্যাটফর্ম নিয়ে এসেছিল, যার ওপর ভিত্তি করে বর্তমানে বিক্রি হওয়া Rorr এবং Rorr EZ বাইক দুটি তৈরি।

Oben Electric-এর সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি O100 প্ল্যাটফর্ম

এই নতুন O100 প্ল্যাটফর্ম সম্পূর্ণভাবে সংস্থার বেঙ্গালুরুর গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে তৈরি হয়েছে। ওবেন (Oben Electric) জানিয়েছে, এটি একটি মডুলার প্ল্যাটফর্ম, অর্থাৎ এই ভিত্তির ওপর একাধিক ভ্যারিয়েন্ট এবং ব্যাটারির বিকল্প তৈরি করা সম্ভব হবে। গ্রাহকের প্রয়োজন অনুযায়ী কনফিগারেশন বদলে বাইক অফার করা যাবে। সংস্থা দাবি করেছে, এটি একটি ফিউচার-রেডি প্ল্যাটফর্ম, যার ফলে নতুন প্রযুক্তি এবং চার্জিং পরিকাঠামোর সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারবে বাইকগুলি।

   

সুজুকির প্রথম ইলেকট্রিক স্কুটারের উৎপাদন শুরু হল, চাপে Honda Activa e, Ola S1!

ওবেন-এর প্রতিষ্ঠাতা ও সিইও মধুমিতা আগরওয়াল বলেন, “আমরা যেকোনো পণ্য তৈরি করি একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে – ভারতে বাস্তবিক পরিবহন সমস্যার সমাধান করতে। O100 প্ল্যাটফর্ম ভারতের দৈনন্দিন যাত্রীদের কথা মাথায় রেখে তৈরি হয়েছে, যাতে ইলেকট্রিক মোটরসাইকেল প্রতিটি ভারতীয়র কাছে বাস্তবতা হয়ে ওঠে। আমরা আমাদের নিজস্ব LFP ব্যাটারি প্রযুক্তি, মোটর, ভিসিইউ (VCU), চার্জার – সবকিছুই নিজেরা তৈরি করে সম্পূর্ণভাবে ইন-হাউস উৎপাদনযোগ্য এক শক্তিশালী ইকোসিস্টেম তৈরি করেছি, যা শহর ও গ্রামের ব্যবহারের উপযোগী।”

ওবেন (Oben Electric) ধীরে ধীরে দেশের টিয়ার ১, ২ ও ৩ শহরে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে। সংস্থার লক্ষ্য, চলতি বছরের শেষে ১০০-র বেশি আউটলেট চালু করা। নতুন O100 প্ল্যাটফর্ম সংস্থাকে এই লক্ষ্য পূরণে সাহায্য করবে বলে আশাবাদী সংস্থা।

Advertisements

আগামী মাসেই আসছে নতুন কমিউটার ই-বাইক

এদিকে, ওবেন বর্তমানে দুটি মডেল Rorr এবং Rorr EZ বাজারে বিক্রি করছে, যেগুলি তাদের পুরনো ARK প্ল্যাটফর্মে তৈরি। তবে নতুন O100 প্ল্যাটফর্মে তৈরি বাইকগুলি তুলনামূলকভাবে অনেক সাধারণ ও কম খরচের হবে এবং মূলত মধ্যবিত্ত ও গ্রামীণ গ্রাহকদের লক্ষ্য করেই তৈরি। এই নতুন ই-বাইকটি চলতি বছরের দ্বিতীয়ার্ধে বাজারে আসার সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আরও বিস্তারিত তথ্য সামনে আসবে।

১ জুলাই বাজারে আসছে হিরোর নতুন দুই ইলেকট্রিক স্কুটার, কতটা সস্তার হবে?

প্রসঙ্গত, ওবেন-এর নতুন উদ্যোগ ভারতের ইলেকট্রিক দুই চাকার গাড়ির বাজারে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরাতে পারে। ১ লাখ টাকার কম দামে একটি দেশীয় প্রযুক্তিতে নির্মিত, রিফাইনড এবং ব্যবহারবান্ধব ই-বাইক সাধারণ মানুষের মধ্যে ইভি গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়াতে সক্ষম হবে বলে মনে করছে অটো ইন্ডাস্ট্রি।