নতুন বাইক আসছে ভারতে? ‘Norton Electra’ নামের ট্রেডমার্ক দায়ের বৃটিশ সংস্থার

Norton Electra name trademarked in India

TVS-এর মালিকানাধীন ব্রিটিশ প্রিমিয়াম বাইক নির্মাতা Norton Motorcycles সম্প্রতি ভারতে ‘Norton Electra’ নামের ট্রেডমার্ক করেছে। এর আগে কোম্পানি ‘Combat’ নামেরও ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করেছিল। এই দুটি নাম থেকেই ধারণা করা যাচ্ছে, নর্টন আন্তর্জাতিক বাজারের পাশাপাশি ভারতের জন্যও একাধিক নতুন মোটরসাইকেল প্রস্তুত করছে।

Norton Electra: কেমন হতে পারে এই বাইক?

নর্টন ইতিমধ্যেই জানিয়েছে যে আগামী তিন বছরের মধ্যে তারা ছয়টি নতুন মোটরসাইকেল বাজারে আনবে। ২০২৪ সালের শেষ দিকে ভারতে কার্যক্রম শুরু করতে চলেছে কোম্পানি, মূলত তাদের ফ্ল্যাগশিপ মডেল V4SV দিয়ে। তবে ‘Norton Electra’ ঠিক কোন ধরনের বাইক হবে, সে সম্পর্কে কিছু নির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি।

   

‘Electra’ নামটি অতীতে মূলত Royal Enfield Bullet 350-এর একটি ভ্যারিয়েন্ট হিসেবে পরিচিত ছিল। এবার সেই নাম নর্টনের সঙ্গে যুক্ত হওয়ায় অনেকেই কৌতূহলী হয়ে উঠেছেন। ধারণা করা হচ্ছে, নর্টনের নতুন মডেলগুলির মধ্যে কিছু বাইক Royal Enfield-এর মডার্ন-রেট্রো বাইকের সঙ্গে প্রতিযোগিতা করবে।

১ জুলাই বাজারে আসছে হিরোর সস্তার ইলেকট্রিক স্কুটার, ব্রেক নিয়ে বড় আপডেট!

৪৫০ সিসি সেগমেন্টে প্রবেশ করতে পারে নর্টন

যদিও এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, তবে ধারণা করা হচ্ছে নর্টনের এই নতুন Electra একটি অ্যাক্সেসিবল মডেল হতে পারে, যা একটি নতুন ৪৫০ সিসি টুইন-সিলিন্ডার ইঞ্জিনে চলবে। এই সেগমেন্টে বর্তমানে Royal Enfield, Triumph ও Yezdi-এর মতো ব্র্যান্ডগুলি সক্রিয়, এবং সেখানে নর্টন প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রবেশ করতে পারে।

তবে মনে রাখতে হবে, একটি নামplate ট্রেডমার্ক করলেই তার অর্থ এই নয় যে ওই নামে বাইক লঞ্চ হবে। অনেক সময় ব্র্যান্ডগুলি তাদের ভবিষ্যতের জন্য বিকল্প রাখে বা ঐতিহ্যবাহী নামগুলিকে সুরক্ষিত রাখতে চায়। ফলে Electra নামের ব্যবহার আদৌ কোনো বাইকে হবে কিনা, তা জানতে অপেক্ষা করতেই হবে।

নর্টনের তরফে জানানো হয়েছে, ২০২৬ সালে তারা চারটি নতুন মোটরসাইকেল বাজারে আনবে, যেগুলি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি ও ভারতের মতো দেশে একসঙ্গে লঞ্চ করা হবে। তাই Norton Electra সেই তালিকার অংশ কিনা, তা সময়ই বলবে। তবে স্পষ্ট, ভারতের বাজারে নর্টনের নতুন ইনিংস শুরু হতে চলেছে বড় চমক নিয়েই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন