HomeBusinessAutomobile Newsভারতে আসছে Norton Atlas রেঞ্জ, প্রতিযোগিতা বাড়াতে চলেছে TVS

ভারতে আসছে Norton Atlas রেঞ্জ, প্রতিযোগিতা বাড়াতে চলেছে TVS

- Advertisement -

TVS Motors মিলানে অয়োজিত EICMA-র মঞ্চে নতুন Norton মোটরসাইকেল রেঞ্জ উন্মোচন করে নজর কেড়েছে। এই তালিকায় রয়েছে Manx R, Manx, Atlas এবং Atlas GT। জানা গিয়েছে, 2026-এর মাঝামাঝি সময়ে ভারতে লঞ্চ হচ্ছে Norton Atlas রেঞ্জ। বিশেষ করে TVS MotoSoul 2025 ইভেন্টে (5-6 December) Atlas-এর পাশাপাশি Manx এবং Manx R-ও ভারতীয় বাজারে প্রথমবারের মতো প্রদর্শিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

Norton Atlas: ইউরোপে প্রথম আত্মপ্রকাশ, তারপর ভারতে

নর্টন অ্যাটলাস রেঞ্জ প্রথমে 2026 সালের এপ্রিল মাসে ইউরোপের বাজারে আসবে। কয়েক মাসের মধ্যেই ভারতে আত্মপ্রকাশ করবে Atlas। TVS Motor Company-র হোসুর প্ল্যান্টে এই বাইকগুলি তৈরি হবে বলে নিশ্চিত হওয়া গেছে, ফলে ভারতীয় বাজারে দাম হবে আরও প্রতিযোগিতামূলক।

   

শক্তিশালী 585cc টুইন-সিলিন্ডার ইঞ্জিন

নর্টন অ্যাটলাস-এ থাকছে 585cc টুইন-সিলিন্ডার ইঞ্জিন, যার 270-ডিগ্রি ক্র্যাঙ্ক লেআউট রয়েছে। এর সঙ্গে দেওয়া হবে 6-স্পিড গিয়ারবক্স। এই নতুন মোটরটিকে TVS–BMW পার্টনারশিপে তৈরি হওয়া 420cc twin-engine-এর বড় সংস্করণ বলা হচ্ছে, যেখানে বোর ও স্ট্রোক বাড়িয়ে অধিক ক্ষমতা অর্জন সম্ভব হয়েছে।

নর্টন অ্যাটলাস বাজারে আসবে দুটি আলাদা স্টাইলে — Standard ভ্যারিয়েন্টটি বেশি রাফ-রোড ফোকাস করা এবং এতে থাকছে 19/17-ইঞ্চি স্পোক টিউবলেস হুইল সেটআপ। GT ভ্যারিয়েন্টটি টুরিং-এ বেশি লক্ষ্য রেখে তৈরি এবং এতে দেওয়া হচ্ছে সামনে ও পিছনে 17-ইঞ্চি অ্যালয় হুইল। উভয় ভ্যারিয়েন্টেই থাকবে শক্তিশালী বিল্ড, অ্যাডভেঞ্চার-রেডি চ্যাসিস ও বহুমুখী রাইডিং কনফিগারেশন।

প্রিমিয়াম ফিচারেই নজর কেড়েছে

নর্টন অ্যাটলাস রেঞ্জ ফিচারে কোনো আপস করেনি। দেওয়া হবে— ব্লুটুথ সহ টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, একাধিক রাাইড মোড, কর্নারিং এবিএস, এলইডি প্রোজেক্টর হেডল্যাম্প সহ কর্নারিং ফাংশান, ট্রাকশান কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল ও আরও অনেক প্রয়োজনীয় রাইড-টেক। ফিচার তালিকা প্রিমিয়াম সেগমেন্টের উপযোগী এবং দীর্ঘ যাত্রাকে করবে আরও আরামদায়ক।

ডিসপ্লেসমেন্টের নিরিখে নতুন নর্টন অ্যাটলাস টক্কর দেবে Kawasaki Versys 650 এবং Triumph Tiger 660-কে। আর সম্ভাব্য দামের নিরিখে প্রতিদ্বন্দ্বী হবে BMW F 450 GS। বিশেষ করে স্থানীয় উৎপাদন হওয়ায় Atlas-এর দাম হবে আরও আগ্রাসী।

সম্ভাব্য দাম

প্রাথমিক অনুমান অনুযায়ী, এন্ট্রি-লেভেল নর্টন অ্যাটলাস-এর দাম হতে পারে প্রায় 5 লাখ টাকা (এক্স-শোরুম)। এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার-ট্যুরার হিসেবে এটি ভারতীয় রাইডারদের জন্য হতে পারে এক নতুন প্রিমিয়াম অপশন।

ভারতে Norton নামটি মর্যাদা ও শক্তির প্রতীক। TVS-এর হাত ধরে সেই সুনাম ফিরে আসতে চলেছে। Norton Atlas Range বাজারে এলে অ্যাডভেঞ্চার-ট্যুরার সেগমেন্টে নতুন উত্তেজনার সৃষ্টি হবে নিশ্চিতভাবেই। এখন শুধু অপেক্ষা 2026-এর মধ্যভাগ— যখন ভারতীয় রাইডাররা হাতে পাবে এক ব্রিটিশ হেরিটেজে ভরপুর আধুনিক অ্যাডভেঞ্চার বাইক।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular