টয়োটা ফর্চুনার ও এমজি গ্লস্টার’কে চাপে ফেলতে এক দশক বাদে লঞ্চ হল Nissan X-Trail

নিসান মোটর ইন্ডিয়া (Nissan Motor India) ভারতে তাদের ফ্ল্যাগশিপ এসইউভি এক্স-ট্রায়াল-এর (Nissan X-Trail)  নতুন সংস্করণ নিয়ে হাজির হল। এদেশে গাড়িটির দাম রাখা হয়েছে ৪৯.৯২ লাখ…

Nissan-X-Trail

নিসান মোটর ইন্ডিয়া (Nissan Motor India) ভারতে তাদের ফ্ল্যাগশিপ এসইউভি এক্স-ট্রায়াল-এর (Nissan X-Trail)  নতুন সংস্করণ নিয়ে হাজির হল। এদেশে গাড়িটির দাম রাখা হয়েছে ৪৯.৯২ লাখ টাকা (এক্স-শোরুম)। জানা গেছে, মডেলটি বিদেশে তৈরির পর ভারতে আমদানি করা হবে। তাই কেনার খরচ পড়বে বেশি। মজার বিষয়, নিসান এক্স-ট্রায়াল ভারতের বাজারে প্রায় এক দশক বাদে নতুন ভার্সনে লঞ্চ হল। বর্তমানে ১ লাখ টাকার বিনিময়ে গাড়িটির বুকিং চলছে। সংস্থা সূত্রে জানা গেছে, ভারতে ইতিমধ্যেই মডেলটির ১৫০ ইউনিট ডেলিভারির জন্য প্রস্তুত নিসান। 

Advertisements

Nissan X-Trail : কালার

   

ভারতে তিনটি ভিন্ন এক্সটিরিয়র কালার স্কিম সহ লঞ্চ হয়েছে নিসান এক্স-ট্রায়াল। এগুলি হল – ডায়মন্ড ব্ল্যাক, স্যাম্পেইন সিলভার এবং পার্ল হয়াইট।

পুজোর পরেই বাজার কাঁপাতে আসছে “সস্তার” বাইক রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০

Nissan X-Trail : ইঞ্জিন ও গিয়ারবক্স

এক্স-ট্রায়াল গাড়িটি কেবলমাত্র একটি ইঞ্জিন অপশন সহ হাজির হয়েছে। এতে দেওয়া হয়েছে একটি ১.৫ লিটার থ্রি-সিলিন্ডার পেট্রোল মোটর। এর সাথে সংযুক্ত একটি ১২ ভোল্ট মিল্ড-হাইব্রিড সিস্টেম। এতে আছে ভেরিয়েবল কম্প্রেশন এবং টার্বোচার্জার। ১৬০ বিএইচপি ও ৩০০ এনএম টর্ক উৎপন্নকারী ইঞ্জিনের সাথে দেওয়া হয়েছে একটি সিভিটি অটোমেটিক ট্রান্সমিশন। অটো স্টার্ট-স্টপ সিস্টেম সহ এতে উপস্থিত ইকো, স্ট্যান্ডার্ড এবং স্পোর্ট ড্রাইভিং মোড। ফ্রন্ট হুইল ড্রাইভ পাওয়ারট্রেন সমেত হাজির হয়েছে এই গাড়ি। 

Advertisements

Nissan X-Trail : ডায়মেনশন

নিসান এক্স-ট্রায়াল-এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৪,৬৮০ মিমি, ১,৮৪০ মিমি এবং ১,৭২৫ মিমি। এর হুইলবেস ২,৭০৫ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২১০ মিমি রাখা হয়েছে। এর হুইলের মাপ ২০ ইঞ্চি। এক্স-ট্রায়াল-এর প্রতিপক্ষ যেমন Fortuner, Gloster, Skoda Kodiaq-এর তুলনায় গাড়িটির আয়তন ছোট।

Nissan X-Trail : ফিচার্স

ফিচারের প্রসঙ্গে বললে, নিসান এক্স-ট্রায়াল-এ উপস্থিত এলইডি হেডল্যাম্প সহ ডিআরএল, একটি ডুয়েল পেন প্যানোরামিক সানরুফ, ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, আটো হোল্ড সহ একটি ইলেকট্রনিক পার্কিং ব্রেক, স্পিড লিমিটার, এবং একটি ৩৬০ ডিগ্রী ক্যামেরা। এছাড়া এতে উপস্থিত একটি ৮ ইঞ্চি ইনফোটেনমেন্ট সিস্টেম সহ অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড আটো, ১২.৩ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ফ্রন্ট ও রিয়ার পার্কিং সেন্সর, কিলেস এন্ট্রি, একাধিক ড্রাইভ মোড, ওয়্যারলেস চার্জিং ইত্যাদি।