
নিসান তাদের আসন্ন এন্ট্রি-লেভেল 7-সিটার MPV-এর (Nissan MPV) প্রথম অফিশিয়াল ডিজাইন প্রকাশ করবে 18 ডিসেম্বর 2025। এই গাড়িটি 2026 সালে বাজারে আসবে। Renault Triber-এর সঙ্গে প্ল্যাটফর্ম শেয়ার করলেও নিসান নিজস্ব ডিজাইন দিয়ে এটিকে আলাদা করে তুলবে। ভারতের রাস্তায় গাড়িটি একাধিকবার টেস্টিংয়ের সময় দেখা গেছে।
Nissan-এর MPV-র সামনের ডিজাইন একেবারে নতুন
টিজার ও স্পাই ছবি থেকে জানা গেছে, গাড়িটির ফ্রন্ট ফাসিয়া Triber থেকে সম্পূর্ণ আলাদা। বড় গ্রিল, সুইপ্ট-ব্যাক হেডল্যাম্প এবং বাম্পারের নীচে বড় C-আকৃতির ট্রিম থাকবে। A-পিলারের রেক ফ্লোয়িং লাইনে মিশে যাবে। গাড়ির দৈর্ঘ্য 4 মিটারের নীচে রাখা হয়েছে এবং স্টেপড রুফ ডিজাইন থাকবে – তিন সারি সিটেই যথেষ্ট হেডরুম পাওয়া যাবে। পিছনে টেলগেটের ডিজাইনও আলাদা হবে যাতে Triber থেকে স্পষ্ট পার্থক্য বোঝা যায়।
ইন্টিরিয়রেও Triber থেকে কিছু ডিজাইনের পার্থক্য থাকতে পারে। তবে অনেক ফিচার ও টেক শেয়ার করা হবে।
ইঞ্জিন একই, দাম সামান্য প্রিমিয়াম
গাড়িটি Triber-এর 1.0-লিটার থ্রি-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন (71 bhp, 96 Nm টর্ক) ব্যবহার করবে। ম্যানুয়াল ও AMT গিয়ারবক্স অপশন থাকবে। দাম Triber-এর তুলনায় সামান্য বেশি হবে এবং 2026 সালের প্রথম ত্রৈমাসিকে ঘোষণা হতে পারে।
Nissan-এর এই MPV সাব-4 মিটার সেগমেন্টে Triber-এর সঙ্গে সরাসরি টক্কর দেবে। প্রিমিয়াম লুক ও নিজস্ব স্টাইলিংয়ের জোরে এটি অনেক ফ্যামিলি ক্রেতার পছন্দ হতে পারে। 18 ডিসেম্বরের পর আরও বিস্তারিত তথ্য সামনে আসবে – অপেক্ষা করুন!










