পুজোয় নতুন Nissan Magnite facelift-এ চড়ে ঠাকুর দেখুন, এদিন লঞ্চ

পুজোর আগে ভারতের বাজারে লঞ্চ হচ্ছে নিসান মোটর ইন্ডিয়া’র (Nissan Motor India) নতুন সাবকম্প্যাক্ট ক্রসওভার এসইউভি (SUV) গাড়ি। এটি হচ্ছে – Nissan Magnite facelift। আগামী…

Nissan Magnite SUV

পুজোর আগে ভারতের বাজারে লঞ্চ হচ্ছে নিসান মোটর ইন্ডিয়া’র (Nissan Motor India) নতুন সাবকম্প্যাক্ট ক্রসওভার এসইউভি (SUV) গাড়ি। এটি হচ্ছে – Nissan Magnite facelift। আগামী ৪ অক্টোবর ভারতের বাজারে পা রাখতে চলেছে এই গাড়ি। আবার ৫ অক্টোবর থেকেই শুরু হচ্ছে এর ডেলিভারি। আজ Magnite facelift-এর বুকিং গ্রহণ চালুর কথা ঘোষণা করল নিসান। চলুন এর ফিচারে কেমন আপডেট দেওয়া হচ্ছে জেনে নেওয়া যাক।

Nissan Magnite facelift-এ আপডেট

বহিরঙ্গে আপডেট হিসাবে নয়া ডিজাইনের ফ্রন্ট ও রিয়ার বাম্পার দেওয়া হতে পারে। আবার থাকতে পারে নতুন ফ্রন্ট ফেসিয়া, গ্রিল এবং হেডল্যাম্প। আবার টেল লাইটেও থাকতে পারে চমক। ইতিমধ্যেই নিসান জানিয়েছে ম্যাগনাইট ফেসলিফ্টে ডায়মন্ড কাট অ্যালয় হুইল সহ আসবে। তবে এর লোয়ার স্পেক মডেলে থাকবে নতুন প্লাস্টিক হুইল কভার। 

গাড়িটির কেবিনেও একাধিক নতুন ফিচারের দেখা মিলবে। যেমন – সিঙ্গল-পেন ইলেকট্রিক সানরুফ, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সহ একটি বৃহত্তর ৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, একটি ওয়্যারলেস ফোন চার্জার এবং চালকের জন্য একটি ৭ ইঞ্চি ডিজিটাল ডিসপ্লে। আবার নতুন ড্যাশবোর্ড এবং নয়া আপহোলস্টেরি সিটের দেখা মিলতে পারে।

নতুন স্কুটার কিনবেন? Suzuki Access-এর আসন্ন নয়া ভার্সন তাক লাগাতে পারে!

Advertisements

Nissan Magnite facelift : কারিগরিতে পরিবর্তন

Magnite facelift-এর ইঞ্জিনে কোন বদল ঘটানো হবে বলেই অনুমান। সেক্ষেত্রে এটি আগের মতোই ১.০ লিটার ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল এবং টার্বোচার্জড ইঞ্জিনে ছুটবে। প্রথমটি থেকে ৭১ বিএইচপি শক্তি এবং ৯৬ এনএম টর্ক উৎপন্ন হবে। আবার দ্বিতীয়টির আউটপুট ৯৮ বিএইচপি এবং ১৬০ এনএম টর্ক। গাড়িটি ৫-স্পিড ম্যানুয়াল ও ৫- স্পিড অটোমেটিক ম্যানুয়াল গিয়ারবক্স অপশনে বেছে নেওয়া যাবে। আবার টার্বো চার্জড মডেলে থাকবে ৫-স্পিড ম্যানুয়াল এবং একটি সিভিটি অটোমেটিক গিয়ারবক্স। গাড়িটির বর্তমান বাজারমূল্য ৬ লক্ষ টাকা থেকে শুরু করে ১১.২৭ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে।