Nissan Magnite কিনুন 1.25 লক্ষ ছাড়ে, শোরুমে ক্রেতাদের উপচে পড়া ভিড়

পুজোর আগে ক্রেতাদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিল নিসান (Nissan)। তাদের সাবকম্প্যাক্ট ক্রসওভার এসইউভি (SUV) মডেলে লোভনীয় ডিসকাউন্টের কথা ঘোষণা করল। এটি হচ্ছে – নিসান…

Nissan Magnite

পুজোর আগে ক্রেতাদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিল নিসান (Nissan)। তাদের সাবকম্প্যাক্ট ক্রসওভার এসইউভি (SUV) মডেলে লোভনীয় ডিসকাউন্টের কথা ঘোষণা করল। এটি হচ্ছে – নিসান ম্যাগনাইট (Nissan Magnite)। ছাড়ের তালিকায় রয়েছে ক্যাশ বেনিফিট অথবা ফ্রি অ্যাক্সেসরিজ, এক্সচেঞ্জ বোনাস এবং কর্পোরেট ডিসকাউন্ট। এ মাস জুড়ে চলবে এই অফার। এদিকে এবছর অক্টোবরে গাড়িটির ফেসলিফট ভার্সন আনতে চলেছে সংস্থা।

নিসান ম্যাগনাইট-এর টার্বো চার্জড ভ্যারিয়েন্টে এখন ৬০,০০০ টাকার বেনিফিট অফার করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ৫০,০০ টাকার  এক্সচেঞ্জ বোনাস, ৫,০০০ টাকার অ্যাক্সেসরিজ এবং ৫,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। 

অন্যদিকে নন-টার্বো চার্জড ভ্যারিয়েন্টে ১ লক্ষ টাকা ছাড় দেওয়া হচ্ছে। এর আওতায় রয়েছে ৭৫,০০০ টাকার ক্যাশ বেনিফিট ও ১০,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। আবার ম্যানুয়াল ভ্যারিয়েন্টে ক্যাশ ডিসকাউন্ট বাবদ ১৫,০০০ টাকা এবং অটোমেটিক ট্রিমে ১০,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে।

আবার টার্বো ভ্যারিয়েন্টের ম্যানুয়াল ও সিভিটি ট্রিমে ১ লক্ষ টাকা অফার করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ১৫,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট এবং ৭৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস। এছাড়াও উপরন্তু ২৫,০০০ টাকার লয়ালটি বোনাস দিচ্ছে সংস্থা ।এই অফার নিসান ম্যাগনাইট-এর (Nissan Magnite) প্রতিটি ভ্যারিয়েন্টে অফার করা হচ্ছে।

Advertisements

ইলেকট্রিক স্কুটারকে টেক্কা দিতে আসছে নতুন ই-বাইক, রেঞ্জ হবে 150 কিমি’র বেশি

উল্লেখ্য, নিসানের এই ডিসকাউন্টের সত্যতা যাচাই করিনি আমরা। আবার অঞ্চল ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের পরিমাণ ভিন্ন হতে পারে। তাই নিকটবর্তী শোরুম থেকে গাড়ি কেনার আগে অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের পক্ষ থেকে।