আসছে নতুন প্রজন্মের Mahindra Bolero, ১৫ আগস্ট বড় চমক দিকে চলেছে এই SUV

ভারতের রাস্তায় টিকে থাকার দৃষ্টান্তস্বরূপ যদি কোনও গাড়ির নাম বলতে হয়, তাহলে Mahindra Bolero প্রথম সারিতেই থাকবে। শহর থেকে গ্রামাঞ্চল, ব্যক্তিগত ব্যবহার থেকে সরকারি-বেসরকারি সর্বত্রই…

Next gen Mahindra Bolero spotted

ভারতের রাস্তায় টিকে থাকার দৃষ্টান্তস্বরূপ যদি কোনও গাড়ির নাম বলতে হয়, তাহলে Mahindra Bolero প্রথম সারিতেই থাকবে। শহর থেকে গ্রামাঞ্চল, ব্যক্তিগত ব্যবহার থেকে সরকারি-বেসরকারি সর্বত্রই এই গাড়িটি তার টেকসই প্রকৃতি ও নির্ভরযোগ্যতার জন্য প্রশংসিত। তবে সময় বদলেছে, এবং SUV বাজারে এখন চাহিদা ডিজাইন ও প্রযুক্তিগত আধুনিকতার দিকেই। তাই মাহিন্দ্রা এবার তাদের সবচেয়ে পরিচিত মডেলটিকে নতুন রূপে আনতে চলেছে।

নতুন Mahindra Bolero-র ডিজাইনে আধুনিকতার ছোঁয়া

নতুন প্রজন্মের Mahindra Bolero-কে সম্প্রতি একাধিকবার পরীক্ষামূলক অবস্থায় দেখা গিয়েছে। ক্যামোফ্লেজ অবস্থার ছবিতে বোঝা যাচ্ছে, আগের মতোই গাড়িটির বাক্সের মতো সোজাসুজি স্টাইল বজায় থাকছে, তবে ডিজাইনে যোগ হয়েছে আধুনিকতা। গাড়ির প্রোফাইল এখন আরও শার্প, চাকাগুলি বড়, সারফেস ডিজাইন আরও আকর্ষণীয়। এমনকি ডোর হ্যান্ডেল ও সাইড মিররেও এসেছে পরিবর্তন, যা পূর্ববর্তী মডেলে ভাবাই যেত না।

   

গাড়ির পেছনের অংশে ভার্টিক্যাল টেল ল্যাম্প, আর সামনে আছে উচ্চ সেটের বোনেট নজরে পড়েছে — যা পুরনো বোলেরোর স্টাইলকে স্মরণ করায়। তবে সামগ্রিকভাবে এটি অনেক বেশি আধুনিক ও প্রিমিয়াম SUV-এর ছাপ বহন করছে। এটি স্পষ্ট যে, নতুন বোলেরো আগের মতোই শক্তপোক্ত থাকলেও এখন আরও স্টাইলিশ ও যুগোপযোগী হয়ে উঠছে।

শিগগিরই ভারতে আসছে নতুন অ্যাডভেঞ্চার বাইক, জানুন বিস্তারিত

ফিচারেও বড় রদবদলের সম্ভাবনা

আগের বোলেরো মূলত ছিল ব্যবহারিক প্রয়োজন মেটানোর জন্য। আরাম বা প্রযুক্তির দিকটি অনেকাংশে উপেক্ষিত ছিল। তবে নতুন মডেলে মাহিন্দ্রা এই দিকেও নজর দিচ্ছে বলে আশা করা হচ্ছে। অভ্যন্তরীণ ডিজাইন এখনও প্রকাশ্যে আসেনি, কিন্তু এতে আধুনিক টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ইলেকট্রিক উইন্ডো ও মিরর, মাল্টিপল এয়ারব্যাগ, ABS ও EBD যুক্ত উন্নত সেফটি কিটের সম্ভাবনা রয়েছে। শহরাঞ্চলের নতুন প্রজন্মের ক্রেতাদের লক্ষ্য করে এতে যুক্ত হতে পারে কানেক্টেড কার ফিচার ও রিমোট ফাংশনালিটিও, যা বোলেরোকে একেবারে নতুন গ্রাহকগোষ্ঠীর কাছে জনপ্রিয় করে তুলতে পারে।

Advertisements

ইঞ্জিন ও প্ল্যাটফর্মে আসছে পরিবর্তন

নতুন প্রজন্মের বোলেরো হবে মাহিন্দ্রার ‘নিউ ফ্লেক্সিবল আর্কিটেকচার’ (NFA) প্ল্যাটফর্মের প্রথম মডেল। এই প্ল্যাটফর্ম ডিজাইন করা হয়েছে যাতে একই বেসে পেট্রোল, ডিজেল, হাইব্রিড এমনকি ইলেকট্রিক গাড়ি বানানো যায়। বোলেরোর ক্ষেত্রে এতে থাকছে ১.৫ লিটার ও ২.২ লিটার ডিজেল ইঞ্জিন, যা হবে আরও শক্তিশালী ও পরিবেশ-বান্ধব। এমনকি পেট্রোল ও হাইব্রিড অপশনও যোগ হতে পারে, যা আধা-শহুরে বাজারেও চাহিদা বাড়াতে পারে।

ধারণা করা হচ্ছে, নতুন প্রজন্মের মাহিন্দ্রা বোলেরো ২০২৫ সালের ১৫ আগস্ট অফিসিয়ালি লঞ্চ হতে পারে। বর্তমানে যে বোলেরো মডেল বাজারে আছে, তা চলতেই থাকবে একটি সহজ, রাফ অ্যান্ড টাফ গাড়ি হিসেবে মূলত গ্রামীণ গ্রাহকদের জন্য। আর নতুন বোলেরো অবস্থান নেবে একটু বেশি প্রিমিয়াম ও অ্যাসপিরেশনাল সেগমেন্টে। ফলে এটি প্রতিযোগিতা করতে পারে Hyundai Creta, Kia Seltos এবং আসন্ন Tata Sierra-এর মতো ক্রসওভার SUV-গুলির সঙ্গে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Motor Expert (@motorexpert_)

প্রসঙ্গত, Mahindra Bolero-র এই নতুন রূপ ভারতের SUV বাজারে একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছে বলেই ধরে নেওয়া যায়। দীর্ঘদিনের আস্থার সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে এই গাড়ি হতে পারে মাহিন্দ্রার পরবর্তী ব্লকবাস্টার।