ইতালির মিলান খ্যাত EICMA প্রদর্শনীতে উন্মোচিত হতে চলেছে কেটিএম-এর (KTM) নতুন প্রজন্মের মোটরসাইকেল। বিশ্বের বৃহত্তম বাইক প্রদর্শনীতে আরও একবার অংশগ্রহণে আগ্রহী সংস্থা। সেই মঞ্চে ২০২৫-এর কিছু নতুন কন্সেপ্ট মডেলের পাশাপাশি কয়েকটি অ্যাডভেঞ্চার বাইক উন্মোচিত করা হবে বলে জানিয়েছে অস্ট্রিয়ার সংস্থাটি।
আগামী ৫-৬ নভেম্বরে একগুচ্ছ বাইক নিয়ে হাজির হতে চলেছে কেটিএম। বিগত কয়েক মাসে তাদের একাধিক বাইকের টেস্টরান চালাতে দেখা গিয়েছে। যার মধ্যে অন্যতম নতুন KTM 390 Adventure। বেশিরভাগ সময়ই এটির মহড়া চালাতে দেখা গিয়েছে সংস্থাটিকে। স্পট করা মডেলটি বাইকটির প্রোডাকশন-রেডি ভার্সন বলে মনে করা হচ্ছে।
এদিকে সম্প্রতি পুণের রাস্তায় KTM 390 Adventure Enduro ভ্যারিয়েন্টের টেস্টিং চালানোকালীন দর্শন পাওয়া গিয়েছে। সে থেকে বলা যায়, আগামী প্রজন্মের এই বাইকটি একাধিক ভ্যারিয়েন্টে হাজির হতে চলেছে।
প্রসঙ্গত, কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার (KTM 390 Adventure) বর্তমানে অ্যালয় হুইল ও স্পোক হুইল সহ বেছে নেওয়া যায়। অর্থাৎ এটি রোড-বায়াসড ও অফ-রোড, উভয় ভার্সনেই উপলব্ধ। তবে প্রথমিক পর্যায়ে কেবলমাত্র একটি ভ্যারিয়েন্টে আনা হবে। এদিকে বাইকটির মূল প্রতিপক্ষ নতুন Duke 390 ভারতের মাটিতে সর্বপ্রথম উন্মোচিত হতে চলেছে। পরে আন্তর্জাতিক বাজারে পা রাখবে। তাই কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার EICMA নাকি ২০২৪ ইন্ডিয়া বাইক উইকে লঞ্চ করবে, তার উত্তর দেবে সময়।