ভারতের জনপ্রিয় সাব-কমপ্যাক্ট SUV সেগমেন্টে ফের একবার বড় চমক আনতে চলেছে Hyundai। সংস্থা ঘোষণা করেছে যে নতুন প্রজন্মের Hyundai Venue আনুষ্ঠানিকভাবে ৪ নভেম্বর, ২০২৫ তারিখে লঞ্চ করা হবে। এর আগেই সংস্থার তরফে গাড়িটির কিছু মূল ফিচার প্রকাশ করা হয়েছে, যা স্পষ্ট করে দিচ্ছে এই মডেলটি হবে প্রযুক্তিগত দিক থেকে অনেক বেশি উন্নত ও প্রিমিয়াম।
Hyundai Venue-এ লেভেল ২ ADAS ও সেন্সর ফিউশন টেকনোলজি
Hyundai জানিয়েছে, নতুন প্রজন্মের Venue-এ থাকবে লেভেল ২ ADAS (Advanced Driver Assistance System), যা প্রথমবারের মতো এই সেগমেন্টে সংস্থার পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এই সিস্টেমে থাকবে সেন্সর ফিউশন টেকনোলজি, অর্থাৎ গাড়িটি একসাথে রাডার, LiDAR, ক্যামেরা ও সেন্সর ব্যবহার করবে, যাতে সঠিকভাবে অবজেক্ট ডিটেকশন, ট্র্যাকিং এবং ড্রাইভার সহায়তা ফিচারগুলি আরও উন্নতভাবে কাজ করতে পারে। বর্তমানে যে Hyundai Venue বাজারে আছে, সেখানে মাত্র লেভেল ১ ADAS ফিচার রয়েছে, যা কেবল ক্যামেরা-নির্ভর। তাই নতুন মডেলটি হবে আরও স্মার্ট, সেফ ও হাই-টেক।
নতুন প্রজন্মের Venue-এ গাড়ির ইন্টেরিয়রে বড় পরিবর্তন আনছে Hyundai। কেবিনে থাকবে দুটি ১২.৩ ইঞ্চির স্ক্রিন—একটি ইনফোটেইনমেন্ট সিস্টেমের জন্য এবং অন্যটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার হিসেবে ব্যবহৃত হবে। এই স্ক্রিন সেটআপটি গাড়িটিকে আরও আধুনিক ও প্রিমিয়াম ফিল দেবে। এর পাশাপাশি, গাড়িতে থাকবে ওভার-দ্য-এয়ার (OTA) আপডেট সাপোর্ট, অর্থাৎ সফটওয়্যার আপডেট পেতে আর সার্ভিস সেন্টারে যেতে হবে না, আপডেট স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটের মাধ্যমে ইনস্টল হবে।
Hyundai জানিয়েছে যে দ্বিতীয় প্রজন্মের Venue-এর বডি স্ট্রাকচার আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে। এতে উন্নত সেফটি স্ট্যান্ডার্ড বজায় থাকবে, যাতে সংঘর্ষের সময় যাত্রীদের সুরক্ষা আরও ভালোভাবে নিশ্চিত করা যায়।
Also Read: ১.৯৯ লাখে লঞ্চ হল TVS Apache RTX, নতুন ইঞ্জিন সহজ করবে অ্যাডভেঞ্চার
নতুন ডিজাইনে স্পোর্টি ও প্রিমিয়াম লুক
এই মাসের শুরুতে দক্ষিণ কোরিয়ায় নতুন হুন্ডাই ভেনু-এর ডিজাইন ফাঁস হয়েছে, যেখানে গাড়িটি একেবারেই নতুন আঙ্গিকে দেখা গেছে। গাড়ির পেছনে এখন একটি ফুল-উইডথ LED লাইট বার যুক্ত হয়েছে, যা নতুন Creta ও Alcazar-এর মতো ডিজাইন বহন করছে। এর মাঝখানে স্পষ্টভাবে VENUE লেখা রয়েছে, যা গাড়ির আইডেন্টিটি আরও দৃঢ় করেছে। পিছনের বাম্পারে এখন ডুয়াল-টোন ক্ল্যাডিং দেওয়া হয়েছে, আর দু’পাশে L-শেপ রিফ্লেক্টর ও সিকুয়েনশিয়াল টার্ন সিগন্যাল সংযোজন করা হয়েছে।
গাড়ির সামনে স্প্লিট হেডল্যাম্প সেটআপ ব্যবহার করা হয়েছে—উপরের দিকে রয়েছে সরু LED স্ট্রিপ, যা Ioniq 9 SUV-এর ডিজাইন অনুসরণ করছে। নিচের দিকে রয়েছে কোয়াড-বিম LED হেডলাইট, যা নতুন Creta-এর মতো দেখতে। বড় আকারের গ্রিল এবং সিলভার স্কিড-প্লেট ডিটেইলিং যুক্ত বাম্পার নতুন Venue-কে আরও রাগড লুক দিয়েছে।
গাড়ির সাইড প্রোফাইলেও পরিবর্তন স্পষ্ট। নতুন মডেলে দেখা গেছে আরও চিসেল্ড বডি লাইন, ফ্লেয়ার্ড হুইল আর্চ, এবং রিয়ার কোয়ার্টার গ্লাস ডিজাইন, যা গাড়িটিকে আরও ভারসাম্যপূর্ণ করেছে। এছাড়া নতুন ১৬-ইঞ্চির অ্যালয় হুইল এবং সিলভার-টিপড C-পিলার গাড়িটিকে দিয়েছে প্রিমিয়াম ছোঁয়া।
এই প্রসঙ্গে বলা যায়, নতুন প্রজন্মের Hyundai Venue ভারতীয় বাজারে এক বড় পরিবর্তন আনতে চলেছে। উন্নত লেভেল ২ ADAS, ডুয়াল ১২.৩ ইঞ্চির স্ক্রিন, OTA আপডেট ও নতুন ডিজাইন ভাষা—সব মিলিয়ে এটি হবে তার সেগমেন্টের অন্যতম আধুনিক SUV। নভেম্বরের প্রথম সপ্তাহে লঞ্চের পর এই মডেলটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে Tata Nexon, Maruti Brezza এবং Kia Sonet-এর মতো জনপ্রিয় গাড়িগুলির সঙ্গে।