TVS Jupiter 125-এর নতুন রূপ বাজার তোলপাড় করবে! টিজার ঘিরে জোর জল্পনা

দেশের অন্যতম বেশি বিক্রিত স্কুটারগুলির মধ্যে TVS Jupiter 125 অন্যতম। বর্তমানে এটি ১১০ সিসি এবং ১২৫ সিসি – এই দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। ২০২৩ সালে Jupiter…

Updated TVS Jupiter 125 teased ahead of launch

দেশের অন্যতম বেশি বিক্রিত স্কুটারগুলির মধ্যে TVS Jupiter 125 অন্যতম। বর্তমানে এটি ১১০ সিসি এবং ১২৫ সিসি – এই দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। ২০২৩ সালে Jupiter 110 একটি বড় আপডেট পেয়েছিল। এবার কোম্পানি তাদের বড় ইঞ্জিনযুক্ত ভ্যারিয়েন্ট Jupiter 125-এর নতুন ভার্সন আনতে চলেছে। সংস্থা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই আপডেটেড স্কুটারের একটি টিজার প্রকাশ করেছে, যা গ্রাহকদের মধ্যে আগ্রহ বাড়িয়ে তুলেছে।

টিজারে নতুন ডিজাইনের ইঙ্গিত

টিজারে নতুন TVS Jupiter 125-এর সামান্য ঝলক দেখানো হয়েছে। দেখা যাচ্ছে একঢালাও লম্বা সিট এবং রিয়ার পিলিয়নের জন্য একটি পূর্ণাঙ্গ গ্র্যাব রেল। অনুমান করা হচ্ছে, যেভাবে Jupiter 110-এর ডিজাইন সম্পূর্ণ বদলে TVS iQube থেকে অনুপ্রাণিত করা হয়েছিল, ঠিক একইভাবে Jupiter 125-এর আপডেটেও একই রকম পরিবর্তন দেখা যাবে।

   

ভারতে প্রথমবার ইলেকট্রিক বাইকে আজীবন ব্যাটারি ওয়ারেন্টি, জানুন বিস্তারিত

2025 TVS Jupiter 125: ডিজাইন ও ফিচারে বড় পরিবর্তন

Jupiter 125-এর নতুন ডিজাইন আপডেট হওয়া Jupiter 110-এর মতোই হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে সামনে থাকবে স্লিম এলইডি হেডল্যাম্প স্ট্রিপ, যার মধ্যে ইন্টিগ্রেটেড এলইডি ইন্ডিকেটর যুক্ত থাকবে। পিছনে থাকবে ফুল এলইডি টেইলল্যাম্প।

হার্ডওয়্যারের দিক থেকে নতুন Jupiter 125-এ দেওয়া হতে পারে অল-ব্ল্যাক ১২ ইঞ্চির অ্যালয় হুইল, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক। আগের মতোই এতে থাকছে বাইকটির ফ্লোরবোর্ডের নিচে অবস্থান করা ফুয়েল ট্যাঙ্ক ও সামনের এক্সটারনাল ফুয়েল ফ্ল্যাপ। এছাড়া ইউএসবি চার্জিং পোর্টের নিচে ২ লিটার ক্যাপাসিটির গ্লোভ কম্পার্টমেন্টও থাকতে পারে।

Advertisements

নতুন Jupiter 125-এ দেওয়া হতে পারে এলসিডি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যা স্মার্টফোনের সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে যুক্ত থাকবে। এতে কল ও এসএমএস অ্যালার্ট, ‘Find My Scooter’ ফিচার, টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন ও ভয়েস অ্যাসিস্ট্যান্সের সুবিধা মিলবে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TVS Jupiter (@tvsjupiterofficial)

যান্ত্রিক দিক থেকে 2025 Jupiter 125 আগের মতোই ১২৫ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিনে চলবে। এটি ৮ বিএইচপি ও ১০.৫ এনএম টর্ক উৎপাদন করে। তবে iGo Assist ফিচার যুক্ত হলে শক্তি বেড়ে হবে ৮.৪৪ বিএইচপি ও ১১.১ এনএম। এই ইঞ্জিন CVT অটোমেটিক গিয়ারবক্সের সঙ্গে যুক্ত থাকবে, যা মসৃণ রাইডিং অভিজ্ঞতা দেবে।

যাই হোক, নতুন TVS Jupiter 125 শুধু ডিজাইন ও ফিচারের দিক থেকেই নয়, ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করতে আধুনিক প্রযুক্তির সন্নিবেশ ঘটাতে চলেছে। বিশেষ করে Honda Activa-র পর সবচেয়ে বেশি পছন্দের স্কুটার হিসেবে যে অবস্থান Jupiter ধরে রেখেছে, সেটিকে আরও মজবুত করতে এই আপডেট বড় ভূমিকা রাখতে চলেছে। এখন অপেক্ষা শুধু অফিশিয়াল লঞ্চের।