দেশের অন্যতম বেশি বিক্রিত স্কুটারগুলির মধ্যে TVS Jupiter 125 অন্যতম। বর্তমানে এটি ১১০ সিসি এবং ১২৫ সিসি – এই দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। ২০২৩ সালে Jupiter 110 একটি বড় আপডেট পেয়েছিল। এবার কোম্পানি তাদের বড় ইঞ্জিনযুক্ত ভ্যারিয়েন্ট Jupiter 125-এর নতুন ভার্সন আনতে চলেছে। সংস্থা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই আপডেটেড স্কুটারের একটি টিজার প্রকাশ করেছে, যা গ্রাহকদের মধ্যে আগ্রহ বাড়িয়ে তুলেছে।
টিজারে নতুন ডিজাইনের ইঙ্গিত
টিজারে নতুন TVS Jupiter 125-এর সামান্য ঝলক দেখানো হয়েছে। দেখা যাচ্ছে একঢালাও লম্বা সিট এবং রিয়ার পিলিয়নের জন্য একটি পূর্ণাঙ্গ গ্র্যাব রেল। অনুমান করা হচ্ছে, যেভাবে Jupiter 110-এর ডিজাইন সম্পূর্ণ বদলে TVS iQube থেকে অনুপ্রাণিত করা হয়েছিল, ঠিক একইভাবে Jupiter 125-এর আপডেটেও একই রকম পরিবর্তন দেখা যাবে।
ভারতে প্রথমবার ইলেকট্রিক বাইকে আজীবন ব্যাটারি ওয়ারেন্টি, জানুন বিস্তারিত
2025 TVS Jupiter 125: ডিজাইন ও ফিচারে বড় পরিবর্তন
Jupiter 125-এর নতুন ডিজাইন আপডেট হওয়া Jupiter 110-এর মতোই হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে সামনে থাকবে স্লিম এলইডি হেডল্যাম্প স্ট্রিপ, যার মধ্যে ইন্টিগ্রেটেড এলইডি ইন্ডিকেটর যুক্ত থাকবে। পিছনে থাকবে ফুল এলইডি টেইলল্যাম্প।
হার্ডওয়্যারের দিক থেকে নতুন Jupiter 125-এ দেওয়া হতে পারে অল-ব্ল্যাক ১২ ইঞ্চির অ্যালয় হুইল, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক। আগের মতোই এতে থাকছে বাইকটির ফ্লোরবোর্ডের নিচে অবস্থান করা ফুয়েল ট্যাঙ্ক ও সামনের এক্সটারনাল ফুয়েল ফ্ল্যাপ। এছাড়া ইউএসবি চার্জিং পোর্টের নিচে ২ লিটার ক্যাপাসিটির গ্লোভ কম্পার্টমেন্টও থাকতে পারে।
নতুন Jupiter 125-এ দেওয়া হতে পারে এলসিডি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যা স্মার্টফোনের সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে যুক্ত থাকবে। এতে কল ও এসএমএস অ্যালার্ট, ‘Find My Scooter’ ফিচার, টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন ও ভয়েস অ্যাসিস্ট্যান্সের সুবিধা মিলবে।
View this post on Instagram
যান্ত্রিক দিক থেকে 2025 Jupiter 125 আগের মতোই ১২৫ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিনে চলবে। এটি ৮ বিএইচপি ও ১০.৫ এনএম টর্ক উৎপাদন করে। তবে iGo Assist ফিচার যুক্ত হলে শক্তি বেড়ে হবে ৮.৪৪ বিএইচপি ও ১১.১ এনএম। এই ইঞ্জিন CVT অটোমেটিক গিয়ারবক্সের সঙ্গে যুক্ত থাকবে, যা মসৃণ রাইডিং অভিজ্ঞতা দেবে।
যাই হোক, নতুন TVS Jupiter 125 শুধু ডিজাইন ও ফিচারের দিক থেকেই নয়, ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করতে আধুনিক প্রযুক্তির সন্নিবেশ ঘটাতে চলেছে। বিশেষ করে Honda Activa-র পর সবচেয়ে বেশি পছন্দের স্কুটার হিসেবে যে অবস্থান Jupiter ধরে রেখেছে, সেটিকে আরও মজবুত করতে এই আপডেট বড় ভূমিকা রাখতে চলেছে। এখন অপেক্ষা শুধু অফিশিয়াল লঞ্চের।