লঞ্চের আগেই শুরু বুকিং, বাজার সরগরম করতে আসছে নতুন TVS Apache RR 310

আগামী ১৬ অক্টোবর ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে নতুন প্রজন্মের টিভিএস অ্যাপাচে আরআর ৩১০ (TVS Apache RR 310)। কিন্তু তার আগেই এদেশে টিভিএস-এর কয়েকটি শোরুম…

TVS-Apache-RR-310

আগামী ১৬ অক্টোবর ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে নতুন প্রজন্মের টিভিএস অ্যাপাচে আরআর ৩১০ (TVS Apache RR 310)। কিন্তু তার আগেই এদেশে টিভিএস-এর কয়েকটি শোরুম মোটোরসাইকেলটির আনঅফিসিয়াল বুকিং গ্রহণ শুরু করল। ৫,০০০ টাকার বিনিময়ে বুকিং করা যাচ্ছে। অনুমান করা হচ্ছে, তাৎপর্যপূর্ণ আপডেট সহ বাজারে আসবে এই বাইক। 

উল্লেখ্য, ভারতের বাজারে এখন TVS Apache RR 310 কিনতে খরচ পড়ে ২.৭২ লক্ষ টাকা (এক্স-শোরুম)। সম্প্রতি এই ফুল-ফেয়ার্ড মোটরসাইকেলটির নয়া ভার্সনের টেস্টিং চালাতে দেখা গিয়েছে। স্পাই শটে দেখা গিয়েছিল, বাতাসের বাধা প্রতিহত করতে সাইড ফেয়ারিংয়ের সঙ্গে উইংলেট দেওয়া হয়েছে। MotoGP-র ১,০০০ সিসি মেশিনের সঙ্গে এটি প্রথম এসেছিল।

   

TVS Apache RR 310 এবারে নতুন কালার সহ আসতে পারে। আবার ইঞ্জিনে আপডেট দেওয়া হতে পারে। এর বর্তমান মডেলে রয়েছে একটি ৩১২.২ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড-কুল্ড ইঞ্জিন। এটি থেকে পাওয়া যায় ৩৩.৫ বিএইচপি শক্তি এবং ২৭.৩ এনএম টর্ক। মোটরের সঙ্গে সংযুক্ত ৬-গতির গিয়ারবক্স।

অভিযুক্ত Ola, শোরুমে আগুন ধরানোর পর ‘ডাব্বা গাড়ি’র তকমা পেল

নতুন টিভিএস অ্যাপাচে আরআর ৩১০-এ (TVS Apache RR 310) থাকতে পারে রিয়ার-লিফট মিটিগেশন, হিটেড এবং কুলড রাইডার সিট, ডায়নামিক হেডল্যাম্প, ক্রুজ কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল, একাধিক রাইডিং মোড ইত্যাদি।