প্রিমিয়াম মোটরসাইকেলের প্রসিদ্ধ ব্রিটিশ সংস্থা ট্রায়াম্ফ (Triumph) ভারতে তাদের নতুন প্রজন্মের বাইকের আনুষ্ঠানিক লঞ্চের কথা ঘোষণা করল। এটি হচ্ছে – Triumph Tiger 1200। নয়া অবতারের এই প্রিমিয়াম বাইকের দাম এদেশে ১৯.৩৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। GT ও Rally – এই দুই ভ্যারিয়েন্টে অফার করা হয়েছে মডেলটি। এই ভ্যারিয়েন্টগুলি আবার নানান বিভাগে বিভক্ত। যেমন – GT Pro, GT Explorer, Rally Pro ও Rally Explorer। ফলে বিভিন্ন শ্রেণীর ক্রেতারা নিজের পছন্দ অনুযায়ী বাইকটি বেছে নিতে পারবেন।
Triumph Tiger 1200 বেশ কিছু আকর্ষণীয় কালার অপশনে আনা হয়েছে। যার মধ্যে রয়েছে কার্নিভাল রেড, স্নোদোনিয়া হোয়াইট এবং স্যাফায়ার ব্ল্যাক। সংস্থার দাবি, নয়া প্রজন্মের মডেলটি আরও বেশি আধুনিক এবং শক্তিশালী। ফলে পূর্বের তুলনায় উন্নততর রাইডিং অভিজ্ঞতা প্রদান করবে এই বাইক। ডিজাইনের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আগ্রাসী লুক, একটি ফুল এলইডি অ্যাডাপ্টিভ হেডলাইট সেটআপ, একজোড়া স্লিক এলইডি ইন্ডিকেটর। এছাড়া পাশে রয়েছে স্টিল এলিমেন্ট।
লঞ্চ হল দেশীয় সংস্থার ইলেকট্রিক বাইক, ফুল চার্জে চলবে 75 কিমি
আরামের জন্য Triumph Tiger 1200-এর সিট স্প্লিট করা হয়েছে। পেছনের যাত্রীর সুবিধার্থে দেওয়া হয়েছে গ্র্যাব হ্যান্ডেল। এছাড়া রয়েছে ব্লুটুথ চালিত ৭-ইঞ্চি টিএফটি স্ক্রিন, যা একটি বড় মাপের স্বচ্ছ ভাইজর দ্বারা সুরক্ষিত। এতে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে দেয়া হয়েছে ব্লাইন্ড স্পট র্যাডার সিস্টেম, হিটেড গ্রিপ ও সিট, হিল হোল্ড, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম। আবার My Triumph অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ ও ট্র্যাক করা যাবে।
আত্মপ্রকাশ করল রয়্যাল এনফিল্ডের নতুন বাইক, এদিন লঞ্চ
এগিয়ে চলার শক্তি জোগাতে Tiger 1200-তে উপস্থিত একটি ১১৬০ সিসি, ট্রিপল সিলিন্ডার ইঞ্জিন। এটি থেকে ৯০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১৪৮ বিএইচপি শক্তি এবং ৭০০০ আরপিএম গতিতে ১৩০ এনএম টর্ক উৎপন্ন হবে।