পেয়েছে ভরপুর আপডেট, নতুন Tata Punch-এর প্রধান চার হাইলাইট শুনবেন?

মঙ্গলবার ভারতের বাজারে লঞ্চ হয়েছে নতুন প্রজন্মের টাটা পাঞ্চ (Tata Punch)। ভারতের বাজারে এই গাড়ির দাম ৬.১২ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। যেখানে এর…

2024-Tata-Punch-launch

মঙ্গলবার ভারতের বাজারে লঞ্চ হয়েছে নতুন প্রজন্মের টাটা পাঞ্চ (Tata Punch)। ভারতের বাজারে এই গাড়ির দাম ৬.১২ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। যেখানে এর টপ ভ্যারিয়েন্টের মূল্য় ৯.৪৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। কোম্পানি দাবি করেছে, তাদের এই গাড়িতে সেগমেন্টের প্রথম একাধিক ফিচার দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে সানরুফ। চলুন নতুন টাটা পাঞ্চের চার বিশেষত্ব জেনে নেওয়া যাক।

2024 Tata Punch: ভ্যারিয়েন্ট

   

এখন টাটা পাঞ্চ ১০টি ভ্য়ারিয়েন্টে বেছে নেওয়া যাবে। এগুলি হল – Pure, Pure (O), Adventure, Adventure Rhythm, Adventure S, Adventure+ S, Accomplished+, Accomplished+ S, Creative+ and Creative+ S। 

2024 Tata Punch: ফিচার্স

টাটার এই গাড়ি একগুচ্ছ নতুন ফিচার পেয়েছে। যার মধ্য়ে রয়েছে – ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্য়ারলেস অ্য়ান্ড্রয়েড অটো এবং অ্য়াপেল কারপ্লে, ওয়্য়ারলেস ফোন চার্জার, একটি গ্রাউন্ড কনসোল, টাইপ-সি ইউএসবি ফাস্ট চার্জার, রিয়ার এসি ভেন্ট ইত্য়াদি। আকর্ষণের বিষয়, গাড়িটির Adventure ট্রিমে সানরুফ যোগ করা হয়েছে। 

2024 Tata Punch: পাওয়ারট্রেন

Tata Punch-এর নয়া ভার্সনে দেওয়া হয়েছে একটি ১.২ লিটার থ্রি-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। এটি ফাইভ-স্পিড ম্য়ানুয়াল গিয়ারবক্স ও ফাইভ-স্পিড এএমটি অপশনে বেছে নেওয়া যাবে। আবার এই গাড়ি পেট্রোল-সিএনজি বাই-ফুয়েল বিকল্পে বেছে নেওয়া যায়। এর ইঞ্জিন থেকে ৬,০০০ আরপিএম গতিতে ৮৭ বিএইচপি শক্তি এবং ৩,১৫০-৩,৩৫০ আরপিএম গতিতে ১১৫ এনএম টর্ক উৎপন্ন হবে। 

রেঞ্জ আরও বেশি, নতুন কালার ও একগুচ্ছ ফিচার সহ লঞ্চ হল Revolt RV400

2024 Tata Punch: দাম

টাটা পাঞ্চ (Tata Punch) মাইক্রো এসইউভি-এর দাম ৬.১২ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে।  যেখানে এর টপ ভ্যারিয়েন্ট কিনতে খরচ পড়বে ৯.৪৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। মজার বিষয়, বর্তমানে টাটার এই গাড়িতে ১৮,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে।