দেশের রাস্তায় চলছে টেস্টিং, ক্যামেরাবন্দী নতুন Renault Duster, ফিচারে চমক!

ভারতীয় এসইউভি সেগমেন্টে আবারও আলোচনায় এসেছে রেনো। জনপ্রিয় SUV Renault Duster-এর নতুন সংস্করণ এবার ভারতে টেস্টিংয়ের সময় ধরা পড়েছে। বহুদিন ধরেই এই মডেলের নতুন ভার্সন…

2025 Renault Duster

ভারতীয় এসইউভি সেগমেন্টে আবারও আলোচনায় এসেছে রেনো। জনপ্রিয় SUV Renault Duster-এর নতুন সংস্করণ এবার ভারতে টেস্টিংয়ের সময় ধরা পড়েছে। বহুদিন ধরেই এই মডেলের নতুন ভার্সন নিয়ে গুজব চলছিল। আর এবার বেঙ্গালুরুতে রাস্তায় দেখা পাওয়া টেস্ট মডেল সেই প্রত্যাশাকে আরও জোরদার করেছে। যদিও পুরো গাড়িটি ক্যামোফ্লেজ মোড়কে ঢাকা ছিল, তবুও এর বেশ কয়েকটি ডিজাইন হাইলাইট স্পষ্ট হয়ে গিয়েছে। চলুন সেগুলি দেখে নেওয়া যাক।

নতুন Renault Duster-এ আন্তর্জাতিক ডিজাইনের ছাপ

নতুন Duster-এর ডিজাইনে আন্তর্জাতিক বাজারে বিক্রি হওয়া মডেলের প্রভাব স্পষ্ট। দেখা গিয়েছে V-শেপ টেইল ল্যাম্প, পুরু হুইল আর্চ ক্ল্যাডিং, শার্ক ফিন অ্যান্টেনা, রুফ রেল, রিয়ার ওয়াশার ও ওয়াইপার, এবং রেক্ড উইন্ডশিল্ড। এসব ফিচার গাড়িটিকে আরও আধুনিক এবং স্পোর্টি লুক দিয়েছে।

   

সামনের দিকেও রয়েছে উল্লেখযোগ্য পরিবর্তন। নতুন ডাস্টারে থাকছে আপরাইট ফেসিয়া, ওয়াই-শেপ LED ডে-টাইম রানিং লাইট, বুল-বার স্টাইল গ্রিল এবং স্কাল্পটেড বনেট। পলিগোনাল হুইল আর্চ, ইন্টিগ্রেটেড টার্ন সিগন্যাল সহ ওআরভিএম, ব্ল্যাকড-আউট বি-পিলার এবং কনভেনশনাল ডোর হ্যান্ডেলও নজর কাড়ছে। সব মিলিয়ে ডিজাইনে আগের তুলনায় অনেক বেশি প্রিমিয়াম ও আক্রমণাত্মক লুক নিয়ে আসছে এই SUV।

শক্তিশালী পাওয়ারট্রেন বিকল্প

Advertisements

আন্তর্জাতিক বাজারে রেনো ডাস্টার বিভিন্ন পাওয়ারট্রেন বিকল্পে পাওয়া যায়। এর মধ্যে রয়েছে ১.২-লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, যা ৪৮V মাইল্ড হাইব্রিড সিস্টেমের সঙ্গে যুক্ত হয়ে মোট ১২৮.২ হর্সপাওয়ার জেনারেট করে। এছাড়াও রয়েছে ১.৬-লিটার স্ট্রং হাইব্রিড পেট্রোল ইঞ্জিন, যা দুটি ইলেকট্রিক মোটরের সঙ্গে কাজ করে। এই সেটআপে রয়েছে ১.২ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি প্যাক, যার ফলে সর্বোচ্চ ১৩৮ হর্সপাওয়ার আউটপুট পাওয়া যায়। এছাড়াও কোম্পানি অফার করছে ১-লিটার পেট্রোল-এলপিজি ইউনিট, যা ৯৮.৬ হর্সপাওয়ার উৎপাদন করে এবং ৬-স্পিড ট্রান্সমিশনের মাধ্যমে চারটি চাকা চালায়।

ভারতে নতুন ডাস্টার বাজারে এলে এটি সরাসরি Hyundai Creta, Kia Seltos এবং Maruti Suzuki Grand Vitara-এর সঙ্গে প্রতিযোগিতা করবে। কোম্পানির লক্ষ্য, একটি প্রিমিয়াম কিন্তু সাশ্রয়ী SUV অফার করা, যাতে ভারতীয় ক্রেতারা আধুনিক প্রযুক্তি ও শক্তিশালী ইঞ্জিনের সুবিধা পান। সম্ভবত নতুন ডাস্টারের ভারতীয় সংস্করণও আন্তর্জাতিক মডেলের মতো একাধিক পাওয়ারট্রেন বিকল্প পাবে, যাতে পেট্রোল ও হাইব্রিড উভয় অপশনই থাকবে।

সব মিলিয়ে, নতুন Renault Duster ভারতের কম্প্যাক্ট SUV সেগমেন্টে আবারও একটি বড়সড় পরিবর্তন আনতে চলেছে। আরও আক্রমণাত্মক ডিজাইন, উন্নত ফিচার এবং হাইব্রিড পাওয়ারট্রেনের বিকল্পের ফলে এটি ভারতীয় বাজারে পুনরায় জনপ্রিয়তা অর্জন করতে পারে বলে আশা করা হচ্ছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News