নতুন Kawasaki Versys 1100 লঞ্চ হল ভারতে, এই বাইকের দামে কেনা যায় SUV গাড়ি

ফেব্রুয়ারির মাঝামাঝিতে এসে কাওয়াসাকি (Kawasaki India) ভারতে তাদের নতুন স্পোর্টস ট্যুরার বাইক লঞ্চ করল। নাম – Kawasaki Versys 1100। এই নতুন মডেলের এক্স-শোরুম মূল্য রাখা…

New Kawasaki Versys 1100 launched in India

ফেব্রুয়ারির মাঝামাঝিতে এসে কাওয়াসাকি (Kawasaki India) ভারতে তাদের নতুন স্পোর্টস ট্যুরার বাইক লঞ্চ করল। নাম – Kawasaki Versys 1100। এই নতুন মডেলের এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে ১২.৯০ লক্ষ টাকা। জানিয়ে রাখি, এই মোটরসাইকেলটি শুধুমাত্র একটিই রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে।

Kawasaki Versys 1100 লঞ্চ হল

মজার বিষয়, এই বাইকের আগের মডেল Versys 1000-এর বিদায়কালে এর দাম ছিল ১৩.৯১ লক্ষ টাকা (এক্স-শোরুম)। যা বাজার থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নতুন Versys 1100 প্রায় ১ লক্ষ সস্তা হওয়ায় স্পষ্ট যে কাওয়াসাকি ভারতে এই বাইকটির দ্বারা বাজার ধরতে আপ্রাণ চেষ্টা করছে।

   

বড় ইঞ্জিন ও উন্নত পারফরম্যান্স

Versys 1100-এ বড় ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা স্ট্রোক দৈর্ঘ্য বাড়ানোর মাধ্যমে উন্নত করা হয়েছে। কম্প্রেশন রেশিও বৃদ্ধি, ভারী ফ্লাই হুইল, লম্বা এয়ারবক্স ইনটেক ফানেল, সংকীর্ণ ইনটেক পোর্ট, এবং নতুন ক্যামশাফ্ট লো ভ্যাল্ভ লিফট সহ যুক্ত করা হয়েছে। এই পরিবর্তনগুলোর কারণে পাওয়ার আউটপুট ১১৮ বিএইচপি থেকে বেড়ে ১৩৩ বিএইচপি হয়েছে, এবং টর্ক বেড়ে ১১২.৫ এনএম হয়েছে। গিয়ার রেশিওতেও পরিবর্তন আনা হয়েছে, যা আরও ভালো রাইডিং অভিজ্ঞতা দেবে।

ডিজাইন ও নতুন ফিচার

নতুন Versys 1100-এর ডিজাইন প্রায় Versys 1000-এর মতোই রাখা হয়েছে। তবে কিছু নতুন হার্ডওয়্যার আপগ্রেড প্রত্যক্ষ করা যায়। বাইকটিতে বড় ডিস্ক ব্রেক ও USB Type-C চার্জিং পোর্ট সংযোজন করার ফলে আধুনিক ফিচারের সমৃদ্ধ হয়েছে এটি।

নতুন Kawasaki Versys 1100-এর বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এবং এদেশে সংস্থার সমস্ত শোরুম থেকে কেনা যাবে। ডেলিভারি কয়েক দিনের মধ্যেই শুরু হবে বলে জানিয়েছে কাওয়াসাকি। প্রসঙ্গত, Versys 1100 একটি শক্তিশালী স্পোর্টস ট্যুরার, যা আগের মডেলের তুলনায় উন্নত ইঞ্জিন, শক্তিশালী পারফরম্যান্স এবং আধুনিক ফিচার নিয়ে এসেছে।