নতুন Hyundai Venue-এর ইন্টেরিয়র তাক লাগাবে! পুজোর মাসেই লঞ্চ

হুন্ডাই ভারতের জনপ্রিয় সাব-কমপ্যাক্ট এসইউভি Hyundai Venue-র নতুন প্রজন্মের মডেল আনতে চলেছে। আগামী ২৪ অক্টোবর লঞ্চ হতে চলেছেগাড়িটি। লঞ্চের আগে একাধিকবার টেস্টিং চলাকালীন ক্যামেরাবন্দি হয়েছে।…

New Hyundai Venue Interior Spied

হুন্ডাই ভারতের জনপ্রিয় সাব-কমপ্যাক্ট এসইউভি Hyundai Venue-র নতুন প্রজন্মের মডেল আনতে চলেছে। আগামী ২৪ অক্টোবর লঞ্চ হতে চলেছেগাড়িটি। লঞ্চের আগে একাধিকবার টেস্টিং চলাকালীন ক্যামেরাবন্দি হয়েছে। সর্বশেষ স্পাই ছবিতে প্রথমবার সামনে এসেছে এর সম্পূর্ণ নতুন ইন্টেরিয়র ডিজাইন। ২০১৯ সালে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করার ছয় বছর পর আসছে ভেন্যু-এর এই আপডেট সংস্করণ।

Hyundai Venue-র সম্পূর্ণ নতুন ইন্টেরিয়র ডিজাইন

ছবিতে দেখা যাচ্ছে, নতুন Hyundai Venue-র ইন্টেরিয়র ডিজাইন সংস্থার অন্য গাড়ি Verna, Creta ও Alcazar-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ড্যাশবোর্ডের উপরে রয়েছে একটি নতুন কার্ভড প্যানোরামিক ডিসপ্লে ইউনিট, যেখানে ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারকে একত্রিত করা হয়েছে। স্টিয়ারিং হুইলটিও Verna-র মতোই। এছাড়াও সম্ভাব্য ফিচারের তালিকায় থাকছে প্যানোরামিক সানরুফ, লেভেল-২ ADAS (অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম) এবং ওয়্যারলেস চার্জিং।

   

বাইরের দিক থেকেও গাড়িতে এসেছে একাধিক পরিবর্তন। ফ্রন্ট এন্ডে থাকছে স্প্লিট লাইটিং সেটআপ, যেখানে উপরের দিকে একটি ফুল-উইডথ ডে-টাইম রানিং ল্যাম্প এবং নিচে উল্লম্বভাবে সাজানো হেডলাইট ইউনিট রয়েছে। এর সঙ্গে সংযুক্ত অনন্য আকারের অ্যাঙ্গুলার DRL। গাড়ির সিলুয়েটে বড় কোনও পরিবর্তন দেখা যায়নি, তবে রিয়ার প্রোফাইলে যুক্ত হয়েছে নতুন ডিজাইনের কানেক্টেড টেইলল্যাম্প।

নিজের রাজ্যে Maruti Suzuki eVitara উৎপাদনের শুভারম্ভ করলেন নরেন্দ্র মোদি

Advertisements

ইঞ্জিন ও পারফরম্যান্স

Hyundai Venue-এর পাওয়ারট্রেনের ক্ষেত্রে বড় কোনও বদল আনার সম্ভাবনা নেই। বর্তমান ভেন্যু-র মতোই এতে পাওয়া যাবে ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল, টার্বো-পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের বিকল্প। এছাড়াও ভারতীয় বাজারে সিএনজি ভ্যারিয়েন্টও আনার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, Hyundai Venue ভারতীয় গ্রাহকদের কাছে অন্যতম সেরা বিকল্প হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। নতুন ডিজাইন, আধুনিক ইন্টেরিয়র এবং উন্নত ফিচার যুক্ত করে কোম্পানি প্রতিযোগিতামূলক এই সেগমেন্টে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইছে। অক্টোবর মাসে গাড়িটি বাজারে আসার পর Maruti Brezza, Kia Sonet, Tata Nexon ও Mahindra XUV300-এর মতো মডেলের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে।