নতুন Honda Amaze এখন সিএনজি অপশনে, শর্ত সাপেক্ষে কী জানাল হোন্ডা?

ভারতের বাজারে সেডান সেগমেন্টে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে 2024 Honda Amaze। ৮ লাখ টাকা (এক্স-শোরুম) প্রারম্ভিক মূল্যে সম্প্রতি লঞ্চ হওয়া এই গাড়ি তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ।…

New Honda Amaze In CNG Option

ভারতের বাজারে সেডান সেগমেন্টে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে 2024 Honda Amaze। ৮ লাখ টাকা (এক্স-শোরুম) প্রারম্ভিক মূল্যে সম্প্রতি লঞ্চ হওয়া এই গাড়ি তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। এগুলির প্রতিটি একটি ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত। লঞ্চের সময় গাড়িটি সিএনজি অপশনে আনা হবে কিনা সে প্রসঙ্গে কোন ঘোষণা করেনি কোম্পানি। কিন্তু এখন হোন্ডা নিশ্চিত করেছে যে, 2024 Amaze সিএনজি কিটের (Honda Amaze CNG)।সঙ্গে আসছে। তবে বাজারে আর পাঁচটা সিএনজি গাড়ির তুলনায় এতে থাকছে সামান্য ফারাক। কী শুনবেন?

Honda Amaze CNG-এর বিশদ বিবরণ

বাজারে অন্যান্য সিএনজি গাড়িগুলি যেখানে ফ্যাক্টরি-ফিটেড সিএনজি কিট সহ অফার করা হয়, সেখানে Honda Amaze CNG-এর সিএনজি কিট শুধুমাত্র নির্দিষ্ট ডিলারশিপ থেকে ফিট করানো যাবে। সংশ্লিষ্ট সার্ভিস দেওয়া হয় কেবলমাত্র এমন ডিলারশিপ থেকেই সিএনজি কিট ইনস্টলেশন সম্ভব। ভি, ভিএক্স এবং জেডএক্স ভ্যারিয়েন্টে সিএনজি কিট ফিট করানো যাবে বলে জানিয়েছে কোম্পানি। তবে এটি শুধুমাত্র ম্যানুয়াল ট্রান্সমিশন গাড়ির জন্য প্রযোজ্য। অর্থাৎ, সিভিটি ট্রান্সমিশন ভ্যারিয়েন্টের ফিচার যেমন প্যাডেল শিফটার ও রিমোট ইঞ্জিন স্টার্ট, সেগুলি বাদ পড়বে। তবে সিএনজি গাড়িগুলি স্ট্যান্ডার্ড ও এক্সটেন্ডেড ওয়ারেন্টির আওতায় আসবে।

Ola-র গ্রাহকদের জন্য বড় সুখবর! স্কুটার সার্ভিসের প্রতিটি আপডেট এখন হাতের মুঠোয়

ইঞ্জিন ও পারফরম্যান্স

2024 Amaze-এ একটি ১.২-লিটার, ৪-সিলিন্ডার ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত হয়। যা ৯০ পিএস শক্তি এবং ১১০ এনএম টর্ক উৎপন্ন করে। ম্যানুয়াল এবং সিভিটি অটোমেটিক ট্রান্সমিশন অপশনে উপলব্ধ হলেও, সিএনজি মোডে পাওয়ার ও টর্ক আউটপুট কিছুটা কমে যাবে। সিএনজি অপশনটি কেবল ম্যানুয়াল ট্রান্সমিশন ভ্যারিয়েন্টেই সীমাবদ্ধ থাকবে।

দাম ও প্রতিদ্বন্দ্বী

2024 Amaze-এর মূল্য ৮ লাখ থেকে ১০.১৪ লাখ টাকার (এক্স-শোরুম) মধ্যে নির্ধারিত হয়েছে। সিএনজি কিট (Honda Amaze CNG) যোগ করার জন্য প্রায় ১ লাখ টাকা অতিরিক্ত খরচ হবে। তবে এর পরমাণ ডিলারদের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। এর পাশাপাশি, ইনস্টলেশনের জন্য আলাদা খরচও লাগবে।

Advertisements

নতুন বছরে নতুন বাইক! টিভিএস আনছে 300cc অ্যাডভেঞ্চার মডেল

হোন্ডা অ্যামেজের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে Maruti Suzuki Dzire, Hyundai Aura এবং Tata Tigor, যা ফ্যাক্টরি-ফিটেড সিএনজি কিটের সঙ্গে বেছে নেওয়া যায়। নতুন অ্যামেজের সিএনজি অপশন গ্রাহকদের জন্য পরিবেশবান্ধব জ্বালানির একটি বিকল্প হতে পারে।