হিরো মোটোকর্প (Hero MotoCorp) ২০২৬ সালের জন্য তাদের জনপ্রিয় কমিউটার বাইক Hero Xtreme 125R-এর আপডেটেড ভার্সন সম্প্রতি এক ডিলার ইভেন্টে প্রদর্শন করেছে। অফিসিয়াল লঞ্চের আগেই বাইকটি নিয়ে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। কারণ এবার এতে যুক্ত হয়েছে একাধিক আধুনিক ফিচার, নতুন কালার স্কিম এবং কিছু কসমেটিক আপডেট। চলুন সেগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Hero Xtreme 125R: নতুন ডিজাইন ও আকর্ষণীয় রঙের সংযোজন
নতুন Xtreme 125R-এর ডিজাইনে এবার এসেছে বেশ কিছু চমকপ্রদ পরিবর্তন। বাইকটি এখন পাওয়া যাবে লাল ও কালো রঙের নতুন পেইন্ট স্কিমে, যা অনুপ্রাণিত Hero Xtreme 250R-এর ডিজাইন ভাষা থেকে। এতে যোগ হয়েছে বার-এন্ড মিরর, যা বাইকের স্পোর্টি লুককে আরও তীক্ষ্ণ করে তুলেছে। হ্যান্ডেলবারটি আগের তুলনায় কিছুটা উঁচু করা হয়েছে, ফলে রাইডিং পজিশন এখন আরও আরামদায়ক হবে।
এছাড়া ফুয়েল ট্যাঙ্কে যুক্ত হয়েছে নতুন ডুয়েল-টোন ফিনিশ এবং বড় ‘Xtreme’ লোগো, যা বাইকটির অ্যাথলেটিক চরিত্রকে আরও জোরালোভাবে প্রকাশ করে। Hero স্পষ্টভাবে চেষ্টা করছে এই ১২৫সিসি বাইকটিকে শুধু একটি কমিউটার নয়, বরং একটি স্টাইলিশ স্পোর্টি মোটরসাইকেল হিসেবে প্রতিষ্ঠা করতে।
ফিচারে বড় আপগ্রেড
২০২৬ মডেলের সবচেয়ে বড় আপডেট এসেছে ফিচারের দিক থেকে। এবার বাইকে দেওয়া হয়েছে কালার LCD ডিসপ্লে, যাতে রয়েছে Bluetooth কানেক্টিভিটি এবং টার্ন বাই টার্ন নেভিগেশন ফিচার। এর ফলে রাইডার সহজেই স্মার্টফোনের সঙ্গে বাইকটি সংযোগ করে নেভিগেশন, কল অ্যালার্ট বা মিউজিক কন্ট্রোল ব্যবহার করতে পারবেন।
আরও বড় চমক হল, এই সেগমেন্টে প্রথমবারের মতো Hero দিয়েছে ক্রুজ কন্ট্রোল ফিচার, যা সাধারণত ২০০সিসি বা তার বেশি বাইকে দেখা যায়। এর ফলে হাইওয়েতে দীর্ঘ যাত্রা আরও আরামদায়ক হবে।
ইঞ্জিন ও পারফরম্যান্স
Hero Xtreme 125R (2026) বাইকটি আগের মতোই ১২৪.৭সিসি, সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিনে চলবে। এই ইঞ্জিন উৎপন্ন করে ১১.৪ বিএইচপি পাওয়ার এবং ১০.৫ এনএম টর্ক। এর সঙ্গে যুক্ত থাকবে ৫-স্পিড গিয়ারবক্স, যা শহুরে রাইডিংয়ে মসৃণ পারফরম্যান্স দেবে।
সাসপেনশনের দিক থেকে বাইকটিতে রয়ে গেছে আগের মতোই টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মনোশক সাসপেনশন। ব্রেকিং সিস্টেমেও তেমন পরিবর্তন আসেনি—থাকছে ডিস্ক-ড্রাম কম্বিনেশন ব্রেক অপশন, যা সুরক্ষিত রাইডিংয়ের নিশ্চয়তা দেয়।
কোম্পানির সূত্র অনুযায়ী, Xtreme 125R (2026) ভারতের বাজারে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই লঞ্চ হতে পারে। লঞ্চের পর এটি TVS Raider 125 এবং Honda CB125 Hornet-এর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে।
নতুন Hero Xtreme 125R (2026) শুধু ডিজাইনে নয়, প্রযুক্তিতেও বড় রদবদল এনেছে। ক্রুজ কন্ট্রোল, কালার LCD ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি এবং আকর্ষণীয় গ্রাফিক্সসহ এটি নিঃসন্দেহে ১২৫সিসি সেগমেন্টের মধ্যে সবচেয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাইক হতে চলেছে। Hero এবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে—কমিউটার বাইক মানেই আর সাদামাটা নয়, বরং এখন তা হতে পারে স্মার্ট, ফিচার-প্যাকড এবং স্টাইলিশ।