উন্মোচিত হল নতুন প্রজন্মের Ducati Scrambler, ভারতে লঞ্চ কবে?

2025 Ducati Scrambler range unveiled

প্রিমিয়াম মোটরসাইকেল তৈরির জন্য ডুকাটি’র (Ducati) সুখ্যাতি গোটা বিশ্বে। ইতালির এই সংস্থা এবারে একজোড়া স্ক্র্যাম্বলার (Scrambler) মোটরসাইকেলের আপডেট ভার্সন নিয়ে হাজির হল। আইকন ডার্ক এবং ফুল থ্রটেল, স্ক্র্যাম্বলারের ২০২৫ মডেল হিসাবে আনা হয়েছে। আগামী বছর ভারতের বাজারেও এই বাইক জোড়া হাজির হবে। উল্লেখ্য, দ্বিতীয় প্রজন্মের Ducati Scrambler ২০২৩-এ ভারতের বাজারে লঞ্চ হয়েছিল। এটি সংস্থার বেস্ট সেলিং মোটরবাইক। 

Advertisements

Icon Dark ও Full Throttle মডেল দুটির কারিগরি বৈশিষ্ট্য সমান। পার্থক্য বলতে গ্রাফিক্স এবং ডিজাইনে কিছু তারতম্য রয়েছে। আইকন ডার্ক মডেলটি এখন ফুয়েল ট্যাঙ্কে ব্ল্যাক অন ব্ল্যাক গ্রাফিক্স সহ উপলব্ধ হয়েছে। উইংয়ে রয়েছে ডুকাটি লোগো। এর ইঞ্জিন, হুইল, সাইড প্যানেল এবং ফ্রেমে ব্ল্যাক ফিনিশিং দেওয়া হয়েছে। 

Ducati Scrambler-এর ফুল থ্রটেল মডেলটি গোল্ডেন হুইল, বাই ডিরেকশনাল কুইক শিফ্টার, টার্মিগননি এগজস্ট সিস্টেম এবং অল এলইডি লাইটিংয়ের দেখা মিলেছে। ফুয়েল ট্যাঙ্কে রয়েছে ডুকাটি স্ক্র্যাম্বলার ডেকাল। 

Advertisements

দশ হাজারের কাছাকাছি অভিযোগ, Ola-কে শোকজ নোটিশ ধরাল কেন্দ্র

Ducati Scrambler পূর্বের তুলনায় চার কেজি ওজন ঝরাতে সক্ষম হয়েছে। এতে উপস্থিত একটি ৮০৩ সিসি টু ভালভ, এয়ার অয়েল কুল্ড ইঞ্জিন। এটি থেকে ৮,২৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৭৩ বিএইচপি শক্তি এবং ৭০০০ আরপিএম গতিতে ৬৫ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সঙ্গে সংযুক্ত রয়েছে ছয় গতির গিয়ার।