দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে ভারতের বাজারে লঞ্চ করল নতুন প্রজন্মের KTM 390 Adventure। আগের মডেলের তুলনায় আরও উন্নত পারফরম্যান্স এবং নতুন ডিজাইন নিয়ে এসেছে। 2025 390 Adventure দুটি ভ্যারিয়েন্টে বাজারে এসেছে – X এবং Adventure। দাম শুরু হয়েছে ২.৯ লাখ থেকে, যা সর্বোচ্চ ৩.৬৭ লাখ টাকা (এক্স-শোরুম, দিল্লি) পর্যন্ত গিয়েছে। নতুন এই অ্যাডভেঞ্চার বাইক সম্পূর্ণ নতুন স্টিল-ট্রেলিস ফ্রেমে তৈরি এবং এটি আগের তুলনায় আরও অফ-রোড ফোকাসড। জানিয়ে রাখি, বর্তমানে বাইকটির বুকিং চলছে, যা ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে।
2025 KTM 390 Adventure-এর ইঞ্জিন ও পারফরম্যান্স
নতুন KTM 390 Adventure-এর ডিজাইন আগের মডেলের তুলনায় পুরোপুরি বদলে গিয়েছে। এটি নতুন স্টিল-ট্রেলিস ফ্রেম ও রিয়ার সাবফ্রেমের উপর ভর করে এসেছে। যা বাইকের স্থায়িত্ব এবং পারফরম্যান্স আরও উন্নত করবে। সামনের সাসপেনশনে ৪৩ মিমি WP Apex USD ফর্ক এবং পিছনে অফসেট-মাউন্টেড মোনোশক দেওয়া হয়েছ। এগুলি সম্পূর্ণরূপে অ্যাডজাস্টেবল। বাইকটিতে ২১-ইঞ্চির ফ্রন্ট ও ১৭-ইঞ্চির রিয়ার স্পোক হুইলে ছুটবে। এছাড়া রয়েছে Apollo Tramplr ডুয়েল-পারপাস টায়ার।
এদিকে 390 Adventure X ভ্যারিয়েন্টে ১৭-ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে, যা মূলত লং-ট্যুরিংয়ের জন্য আদর্শ। নতুন 390 Adventure-এ ৩৯৯ সিসি, লিকুইড-কুলড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন বর্তমান। এই একই পাওয়ারট্রেন নতুন-প্রজন্মের KTM 390 Duke-এও ব্যবহার করা হয়েছে। এটি ৪৫.৩ বিএইচপি শক্তি ও ৩৯ এনএম টর্ক উৎপন্ন করে এবং ৬-স্পিড গিয়ারবক্সের সঙ্গে সংযুক্ত। এছাড়া, এতে অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ এবং কুইকশিফটার সুবিধাও রয়েছে, যা রাইডিং অভিজ্ঞতা আরও স্মুথ করবে।
ডিজাইন ও ফিচার
নতুন মোটরসাইকেলটি আগের তুলনায় বড় বডিওয়ার্কের সঙ্গে এসেছে। বাইকটির ডিজাইন Dakar-প্রেরিত স্টাইল অনুসরণ করে। যা এটিকে আরও অ্যাডভেঞ্চার-রেডি লুক দেয়। রাইডিংয়ের আরাম বাড়াতে এতে উঁচু উইন্ডস্ক্রিন ও ভার্টিকালি স্ট্যাকড ডুয়েল এলইডি প্রজেক্টর ল্যাম্প দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে সম্পূর্ণ LED লাইটিং, LED DRLs, ৫-ইঞ্চির TFT স্ক্রিন, ট্র্যাকশন কন্ট্রোল, সুপারমোটো মোড সহ ডুয়াল-চ্যানেল ABS, ও কর্নারিং ABS। আবার রাইডারের সুবিধার্থে এতে তিনটি রাইডিং মোড দেওয়া হয়েছে – স্ট্রিট, রেইন ও অফ-রোড।
নতুন KTM 390 Adventure বাজারে Royal Enfield Himalayan 450, Triumph Scrambler 400 X, BMW G 310 GS-এর মতো জনপ্রিয় অ্যাডভেঞ্চার বাইকের সঙ্গে প্রতিযোগিতায় নামবে। উন্নত ফিচার, শক্তিশালী ইঞ্জিন ও অফ-রোড সক্ষমতা বাইকটিকে এই সেগমেন্টে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশাবাদী সংস্থা।