HomeBusinessAutomobile Newsনতুন প্রজন্মের Kia Seltos-এর কবে লঞ্চ? টিজারে প্রকাশ নয়া ডিজাইন

নতুন প্রজন্মের Kia Seltos-এর কবে লঞ্চ? টিজারে প্রকাশ নয়া ডিজাইন

- Advertisement -

ভারতের অন্যতম জনপ্রিয় মিড-সাইজ এসইউভি Kia Seltos-এর নতুন প্রজন্মের মডেল শিগগিরই বাজারে আসছে। বহুদিন ধরেই এই গাড়িটি ভারতের রাস্তায় টেস্টিংয়ের সময় ধরা পড়ছিল। আর এবার কোম্পানি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে নতুন 2025 Seltos আগামী 10 ডিসেম্বর, 2025-এ আত্মপ্রকাশ করবে। লঞ্চের আগে Kia-র প্রকাশ করা টিজারে গাড়িটির বড় ধরনের ডিজাইন আপডেট ধরা পড়েছে।

আরও প্রিমিয়াম লুক, উন্নত প্রযুক্তি

টিজারে দেখা যায় যে, নতুন প্রজন্মের Seltos আন্তর্জাতিক বাজারে থাকা Kia-র সর্বশেষ ডিজাইন বৈশিষ্ট্য থেকে ব্যাপকভাবে অনুপ্রাণিত। ভিডিওতে স্পষ্ট দেখা যায় উল্লম্ব ও আড়াআড়ি সাজানো LED লাইটিং সেটআপ, যার মধ্যে রয়েছে নজরকাড়া C-আকারের DRL, যা হেডল্যাম্প ইউনিটের সঙ্গেই সুন্দরভাবে মিশে গেছে। সম্পূর্ণ নতুন গ্রিল ডিজাইন গাড়িটিকে আগের চেয়ে আরও চওড়া ও প্রভাবশালী উপস্থিতি দেয়। DRL ও হেডলাইটে LED ওয়েলকাম অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে, যা গাড়িটিকে আরও প্রিমিয়াম চরিত্র দেয়। গ্রিলের ঠিক উপরে Kia-র নতুন ব্যাজ স্পষ্টভাবে অবস্থান করছে এবং টিজারের শেষে বড় একটি প্যানোরামিক সানরুফ দেখা যায়, যা SUV-টির বিলাসবহুল ভাব আরও বাড়িয়ে দেয়।

   

নতুন Seltos-এর অভ্যন্তরীণ অংশ সম্পর্কে এখনও Kia কিছু জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, কেবিনে আসবে আরও নরম উপকরণ, উন্নত ফিনিশিং, বড় টাচস্ক্রিন ডিসপ্লে এবং নতুন করে ডিজাইন করা আসন, যা যাত্রীদের আরাম আরও বাড়াবে। Kia সবসময় অভ্যন্তরীণ আপডেটে বিশেষ গুরুত্ব দেয়, তাই এই প্রজন্মেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

সম্ভাব্য হাইব্রিড ইঞ্জিন

ইঞ্জিনের ক্ষেত্রে Kia সম্ভবত তাদের বর্তমান সফল ইঞ্জিন রেঞ্জই বজায় রাখবে। অর্থাৎ, গাড়িটিতে থাকতে পারে 1.5-লিটার পেট্রোল, 1.5-লিটার টার্বো-পেট্রোল এবং 1.5-লিটার ডিজেল ইঞ্জিন অপশন। তবে এর বাইরে বড় খবর হল — টেস্টিংয়ের সময় একাধিকবার শক্তিশালী স্ট্রং-হাইব্রিড সিস্টেমের উপস্থিতি ধরা পড়েছে। এটি সত্যি হলে নতুন জেনারেশনের Seltos হবে আরও বেশি দক্ষ, কম জ্বালানি খরচের সঙ্গেই হয়ে উঠবে পরিবেশবান্ধব।

ট্রান্সমিশনের ক্ষেত্রেও সম্ভবত থাকছে আগের মতোই ম্যানুয়াল, iMT এবং অটোমেটিক গিয়ারবক্সের বিকল্প। তবে Kia এই অংশে কিছু উন্নতি আনতে পারে, যার ফলে গিয়ার শিফটিং আরও মসৃণ হবে এবং সামগ্রিক ড্রাইভিং অভিজ্ঞতা হবে উন্নততর।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kia India (@kiaind)

সব মিলিয়ে, নতুন প্রজন্মের Kia Seltos শুধু ডিজাইন নয়, প্রযুক্তি, সুরক্ষা, ফিচার এবং শক্তিক্ষেত্রেও বড় আপডেট নিয়ে আসছে। টিজার দেখে বোঝাই যাচ্ছে যে নতুন Seltos ভারতের মিড-সাইজ SUV সেগমেন্টে আবারও প্রতিযোগিতা বাড়াবে এবং ক্রেতাদের জন্য হবে আরও আকর্ষণীয় একটি বিকল্প। লঞ্চের দিন যত এগিয়ে আসছে, গাড়িপ্রেমীদের আগ্রহ ততই বাড়ছে এই নতুন অবতারের প্রতি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular