নতুন প্রজন্মের Hyundai i20 আসছে, এদেশে টেস্টিংয়ে ধরা দিল

ভারতের রাস্তায় প্রথমবার ধরা পড়লো চতুর্থ প্রজন্মের Hyundai i20–এর টেস্ট মডেল। এর আগে ইউরোপে এই হ্যাচব্যাকটি একাধিকবার স্পট করা হয়েছিল। এবার ভারতীয় সংস্করণের টেস্টিং শুরু…

New-Gen Hyundai i20 Spotted Testing in India

ভারতের রাস্তায় প্রথমবার ধরা পড়লো চতুর্থ প্রজন্মের Hyundai i20–এর টেস্ট মডেল। এর আগে ইউরোপে এই হ্যাচব্যাকটি একাধিকবার স্পট করা হয়েছিল। এবার ভারতীয় সংস্করণের টেস্টিং শুরু হওয়ায় বোঝা যাচ্ছে লঞ্চ খুব দূরে নয়। ক্যামেরায় ধরা পড়া ছবিতে পিছনের দিকটাই স্পষ্ট দেখা গেছে। সামগ্রিক সিলুয়েট বর্তমান প্রজন্মের মতো হলেও, ডিজাইনে এসেছে বড়সড় পরিবর্তন। রিয়ার প্রোফাইলে পাওয়া গেছে টেপারড সাইড এবং আরও গোলাকার লুক। গা ঢাকা অবস্থাতেও বোঝা যাচ্ছে নতুন টেল-লাইট ও রিয়ার বাম্পারে এসেছে পরিবর্তন।

Advertisements

Hyundai i20-এর সামনে পরিবর্তনের ছাপ

এর আগে পাওয়া স্পাই শটে সামনের দিকের আপডেটও ধরা পড়েছিল। নতুন এলইডি হেডলাইট, ভিন্নভাবে বসানো ডে-টাইম রানিং ল্যাম্প, রিডিজাইনড গ্রিল ও বাম্পার এবং তীক্ষ্ণ ভাঁজ দেওয়া বনেট—সব মিলিয়ে গাড়িটিকে দিয়েছে অনেক বেশি আক্রমণাত্মক চেহারা। এই পরিবর্তনগুলো মিলিয়ে নতুন প্রজন্মের i20 বর্তমান মডেলের তুলনায় আরও স্পোর্টি ও প্রিমিয়াম লাগবে বলে আশা করা হচ্ছে।

   

সম্ভাব্য ইন্টেরিয়র ও ফিচার

ভেতরের দিক এখনও সম্পূর্ণ গোপন রাখা হলেও ধারণা করা হচ্ছে নতুন প্রজন্মের i20–এ আসতে পারে আরও প্রিমিয়াম কেবিন। বিশেষত কার্ভড ডিসপ্লে সেটআপ, যেখানে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ইনফোটেইনমেন্ট স্ক্রিন একসঙ্গে থাকবে, সেটি সম্ভবত উচ্চতর ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। নিরাপত্তার দিক থেকেও বড় আপডেট আনা হতে পারে। বিশেষজ্ঞদের অনুমান, এবার হয়তো যুক্ত হবে ADAS প্রযুক্তি, যা ড্রাইভিংকে আরও সুরক্ষিত করে তুলবে।

ইঞ্জিন ও পাওয়ারট্রেন

ভারতের বাজারে নতুন প্রজন্মের হুন্ডাই আই২০ আসবে পরিচিত পাওয়ারট্রেন নিয়েই। স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে থাকবে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন, যা দীর্ঘদিন ধরেই গ্রাহকদের চাহিদা পূরণ করছে। অন্যদিকে, স্পোর্টি N Line ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ১.০ লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন। ফলে সাধারণ গ্রাহক থেকে শুরু করে পারফরম্যান্সপ্রেমী, সবার জন্যই থাকবে বিকল্প।

ভারতে তৃতীয় প্রজন্মের হুন্ডাই আই২০ আত্মপ্রকাশ করেছিল ২০২০ সালে। তারপর থেকে একাধিক আপডেট ও নতুন ভ্যারিয়েন্ট যুক্ত হয়েছে লাইনআপে। সর্বশেষ সংযোজন হলো i20 Knight Edition, যেখানে এক্সটেরিয়র ও ইন্টেরিয়রে কালো রঙের আধিক্য দেখা যায়, সঙ্গে যুক্ত হয়েছে কিছু অতিরিক্ত ফিচারও।

সবদিক বিচার করলে বোঝা যাচ্ছে, চতুর্থ প্রজন্মের Hyundai i20–এ আসছে ব্যাপক পরিবর্তন। নতুন ডিজাইন, আধুনিক ফিচার, সম্ভাব্য ADAS এবং আগের মতোই শক্তিশালী পাওয়ারট্রেন—সব মিলিয়ে এটি প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টে আবারও শক্ত প্রতিযোগিতা তৈরি করবে। ভারতের গ্রাহকদের জন্য নতুন প্রজন্মের i20 হতে পারে একটি বড় চমক, যা লঞ্চ হলে এই সেগমেন্টের বাজারে নতুন মানদণ্ড তৈরি করতে সক্ষম হবে।