সেপ্টম্বরেই বাজার তোলপাড় করতে আসছে এই ইলেকট্রিক গাড়ি, বুকিং চলছে

আগামী ১১ সেপ্টেম্বর ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে ধামাকা আনতে চলেছে এমজি মোটর ইন্ডিয়া (MG Motor India)। Comet EV ও ZS EV-র পর এদেশে সংস্থা তাদের…

MG-Windsor-EV

আগামী ১১ সেপ্টেম্বর ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে ধামাকা আনতে চলেছে এমজি মোটর ইন্ডিয়া (MG Motor India)। Comet EV ও ZS EV-র পর এদেশে সংস্থা তাদের তৃতীয় ইলেকট্রিক গাড়ি আনতে চলেছে। যার নাম – এমজি উইন্ডসর ইভি (MG Windsor EV)। বিদ্যমান দুই মডেলের মাঝামাঝিতে স্থান পাবে আসন্ন গাড়িটি। এর মধ্যেই সংস্থার কয়েকটি নির্দিষ্ট ডিলারশিপ এই ক্রসওভার ইউটিলিটি ভেহিকেল বা সিইউভি গোত্রের মডেলটির আন-অফিসিয়াল বুকিং গ্রহণ শুরু করেছে। 

উল্লেখ্য, ভারতে আসন্ন এমজি উইন্ডসর ইভি আদতে ইন্দোনেশিয়ার বাজারে উন্মোচিত Wuling Cloud EV-র রিব্যাজ ভার্সন। কয়েক মাস আগেই এটি সে দেশের বাজারে প্রদর্শিত হয়েছে। এদিকে ইতিমধ্যেই উইন্ডসর ইভি-এর কিছু বৈশিষ্ট্য সামনে এসেছে। চলুন সেগুলি জেনে নেওয়া যাক। 

   

MG Windsor EV : ডিজাইন

এমজি উইন্ডসর ইভি ডিজাইনের দিক থেকে Wuling Cloud EV-র অনুরূপ বলা যায়। কালো রঙের স্পর্শে আসতে চলেছে এই এমপিভি। এতে থাকছে স্ট্যাক এলইডি হেডল্যাম্প, একটি ফ্রন্ট ফেন্ডার-মাউন্টেড চার্জিং পয়েন্ট, ফ্লাশ-ফিটিং ডোর হ্যান্ডেল, স্পোর্টি অ্যালয় হুইল এবং ইন্টিগ্রেটেড রিয়ার স্পয়লার।

এই এসইউভি কিনলেই 60,000 টাকা সাশ্রয় করার সুযোগ, কিয়া দিচ্ছে ফাটাফাটি অফার

MG Windsor EV : ইন্টেরিয়র

ইতিমধ্যেই এমজি উইন্ডসর ইভি-এর বেশকিছু ফিচার সম্পর্কে নিশ্চিত করেছে কোম্পানি। যেমন গাড়িটিতে থাকছে এলইডি লাইটিং এলিমেন্ট, ডেটাইম রানিং লাইট এবং সামনে ও পেছনে লাইটবার। কেবিনে একটি মাইল্টি-ফাংশনাল টু-স্পোক স্টিয়ারিং হুইল, একটি প্যানোরামিক সানরুফ, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ব্ল্যাক আপহোলস্টেরি এবং ১৩৫-ডিগ্রী রিক্লাইন ফাংশনের দেখা মিলতে পারে। 

এমজি উইন্ডসর ইভি-তে অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কারপ্লে সহ একটি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেমের দেওয়া হতে পারে। আন্তর্জাতিক বাজারে এই গাড়িটি Cloud EV নামে বিক্রি হয়। গত মাসে মডেলটি ইন্দোনেশিয়া’র অটো প্রদর্শনীতে উন্মোচিত হয়েছিল। এতে রয়েছে ক্রসওভার এক্সটিরিয়র স্টাইল এবং দু’দিকে দুটি চার্জিং ইনলেট। এছাড়া উপস্থিত স্লিক হেডলাইট, ক্যামেরা অল অ্যারাউন্ড এবং ১৮ ইঞ্চি অ্যালয় হুইল।

MG Windsor EV : ব্যাটারি প্যাক

এমজি উইন্ডসর ইভি একটি ৫০.৬ কিলোওয়াট আওয়ার এলপিএফ ব্যাটারি প্যাক সহ আসবে বলে আশা করা হচ্ছে। যা সম্পূর্ণ চার্জে প্রায় ৪৬০ কিমি রেঞ্জ মিলবে বলে দাবি করা হয়েছে। মডেলটি দ্রুত চার্জিং সমর্থন করবে। ৩০ মিনিটের মধ্যে৩০-১০০ শতাংশ চার্জ হয়ে যাবে। উইন্ডসর ইভি প্রায় ১৩৪ বিএইচপি শক্তি এবং ২০০ এনএম টর্ক উৎপন করতে সক্ষম হবে বলে অনুমান।